খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর ব্যবস্থাপনায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে গরীব দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান প্রসংগে।
আজ ১৫ আগস্ট ২০২২ তারিখ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী যথাযথ মর্যাদায় এবং ভাবগম্ভীর পরিবেশে দেশব্যাপী জাতীয় শোক দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে সেক্টর সদর দপ্তর, খুলনা এবং খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় বিএ-৫২৯৫ কর্ণেল মামুনূর রশীদ, পিএসসি, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, খুলনা এর উপস্থিতিতে গরীব দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খুলনা এলাকায় প্রায় ২০০০ (দুই হাজার) জনের বিনামূল্যে চিকিৎসা সেবার ব্যবস্থা গ্রহণ করা হয়। এরই সাথে দুস্থ ৫০ জন এর মাঝে নগদ অর্থ সাহায্য প্রদান করা হয় ৷ উক্ত সময়ে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক বিএ-৬৫০৭ মোহাম্মদ তানভীর রহমান, পিএসসি, ইঞ্জিনিয়ার্স এবং অন্যান্য অফিসার্সবৃন্দ উপস্থিত ছিলেন।