অনলাইন ডেস্কঃঐতিহাসিক শহিদ হাদিস পার্কে বিএনপি’র খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠানে প্রশাসনের অনুমতি মিলেছে। আগামী ২৫ জুলাই বৃহস্পতিবার দুপুর ২টায় সমাবেশের কার্যক্রম শুরু হবে। বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এছাড়া জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন। গতকাল বিএনপি নেতারা এ তথ্য জানিয়েছেন।
গতকাল রবিবার লিফলেট বিতরণের মধ্য দিয়ে শুরু হয়েছে সমাবেশ সফল করার লক্ষে আনুষ্ঠানিক প্রচারণা। দুপুর ১২টার দিকে কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে থেকে লিফলেট বিতরণ শুরু হয়। বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর শাখার সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে বিএনপি ও অঙ্গ দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী লিফলেট হাতে নেমে পড়েন রাজপথে।
বিএনপি নেতারা জানায়, প্রখর খরতাপ ও উত্তপ্ত আবহাওয়া উপেক্ষা করে তারা রাস্তায় চলাচলরত বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রী, পথচারী, দু’পাশের ব্যবসা প্রতিষ্ঠানের ক্রেতা-বিক্রেতা, অফিস আদালতের কর্মকর্তা-কর্মচারী, শ্রমজীবী জনতার হাতে সমাবেশে যোগ দেওয়ার আহ্বান সম্বলিত লিফলেট তুলে দেন।
গণতান্ত্রিক আন্দোলনের আপোষহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপারসন মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং গণতন্ত্র ও জনগনের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা, ভোট ডাকাতির সংসদ বাতিল ও পুনঃনির্বাচনের ব্যবস্থা, নারী-শিশু নির্যাতন, গুম-খুন-বিরোধীমত দমন বন্ধ, স্বাধীন বিচার বিভাগ ও গণমাধ্যম প্রতিষ্ঠা, পাটকল শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ, এবং ধানসহ কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য প্রদান, ব্যাংক ও আর্থিত প্রতিষ্ঠান লুট, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য বৃদ্ধি এবং দুর্নীতি ও অপশাসনের প্রতিবাদে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী এই বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। কর্মসূচিকে ঘিরে খুলনা বিএনপি’র নেতা-কর্মীদের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা এবং প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এদিকে বিভাগীয় সমাবেশ কর্মসূচি সফল করতে গঠিত ১২টি উপ-কমিটির সদস্যরা দফায় দফায় বৈঠকে বসছেন। দায়িত্ব পালনে সিদ্ধান্ত নিতে এসব বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। মহানগরের বাইরে সকল থানা, ওয়ার্ড এবং প্রত্যন্ত ইউনিয়ন পর্যন্ত প্রস্তুতি সভা, উঠান বৈঠক, প্রচারণা-গণসংযোগ শুরু হয়েছে। গতকাল রবিবারের লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সভাপতি এড. এস এম শফিকুল আলম মনা, মনিরুজ্জামান মনি, আমীর এজাজ খান, অধ্যাপক ডাঃ গাজী আব্দুল হক, শেখ মোশারফ হোসেন, শাহজালাল বাবলু, রেহানা আক্তার, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশীদ, মোল্লা খায়রুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, সিরাজুল হক নান্নু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, কামরুজ্জামান টুকু, মোল্লা মোশারফ হোসেন মফিজ, শামসুল আলম পিন্টু, মেহেদী হাসান দীপু, মহিবুজ্জামান কচি, শফিকুল আলম তুহিন, শাহিনুল ইসলাম পাখী, মুর্শিদুর রহমান লিটন, মুজিবর রহমান, ইকবাল হোসেন খোকন, এহতেশামুল হক শাওন, শেখ সাদী, খায়রুল ইসলাম খান জনি, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ আহসান পরাগ, মুর্শিদ কামাল, একরামুল হক হেলাল, শামসুজ্জামান চঞ্চল, রফিকুল ইসলাম বাবু, মাহবুব হাসান পিয়ারু, নাজমুল হুদা চৌধুরী সাগর, শরিফুল ইসলাম বাবু, হেলাল আহমেদ সুমন, নিয়াজ আহমেদ তুহিন, নাজির উদ্দিন আহমেদ নান্নু, মাজেদা খাতুন, রোকেয়া ফারুক, শেখ ইমাম হোসেন, মেজবাহউদ্দিন মিজু, জাহিদ কামাল টিটু, মোল্লা ফরিদ আহমেদ, রবিউল ইসলাম রবি, তৌহিদুল ইসলাম খোকন, আফসার উদ্দিন মাস্টার, ওয়াহিদুর রহমান দীপু, মোস্তফা কামাল, মোহাম্মদ আলী প্রমুখ।
এদিকে সমাবেশকে সফল করতে প্রতিদিনের ন্যায় গতকালও বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রস্তুতি সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
১৭নং ওয়ার্ড বিএনপি : গতকাল ১৭নং ওয়ার্ড বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। সভায় সভাপতিত্ব করেন শেখ ফারুক হোসেন এবং পরিচালনা করেন মেহেদী হাসান সোহাগ।
বক্তৃতা করেন অধ্যক্ষ তারিকুল ইসলাম, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, এস এম শাহাজাহান, মেহেদী হাসান দিপু, সরদার রিবউল ইসলাম রবি, সাজ্জাদ আহসান পরাগ, আলমগীর হোসেন, নাহিদ আল মামুন, আব্দুল হাকিম, আবু সাঈদ, আবুল কালাম, হুমায়ুন কবির, সাইফুল মল্লিক, নূর হোসেন বাদল, মঈনুল ইসলাম, বুলবুল মোল্লা সোহেল, মিজানুর রহমান, সুমন হাওলাদার, আনিস গাজী, হাবীব খান, সোহাগ গাজী প্রমুখ।
আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি : সমাবেশ সফল করতে আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে গতকাল রবিবার আছরবাদ ইউনিয়নের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়। ইস্টার্ণগেট, আফিলগেট, ডাক্তার বাড়ী, আফিলগেট বাজার, ইস্টার্ণগেট বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করে লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সহ-সভাপতি শেখ ইকবাল হোসেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি এস এ রহমান বাবুল, ইউনিয়ন বিএনপি’র সভাপতি অধ্যাপক ওয়াহিদুজ্জামান, জেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুস সালাম, শেখ হাসিবুল হাসান, মিনা মুরাদ হোসেন, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ ফরহাদ হোসেন, মোল্লা সোলাইমান হোসেন, মোঃ খোকা মিয়া, মিয়া ইমলাক, রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, শরিফুল ইসলাম, সাহেব আলী প্রমুখ।
দৌলতপুর থানা বিএনপি : বিভাগীয় সমাবেশ সফলের লক্ষে দৌলতপুর থানা বিএনপি’র নেতৃত্বে গতকাল রবিবার দৌলতপুর বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন থানা বিএনপি’র সভাপতি শেখ মোশারেফ হোসেন, সাধারণ সম্পাদক সিরাজুল হক নান্নু, সাজ্জাত হোসেন তোতন, এস এম মুর্শীদ কামাল, শেখ ইমাম হোসেন, শরিফুল আনাম, তরিকুল ইসলাম, মাসুদ রানা ডাবলু, মতলুবুর রহমান মিতল, আরমান হোসেন, জলিল হাওলাদার, হাফিজুর রহমান পিন্টু, শহিদুল বিপ্ল¬ব, সাইফুল ইসলাম, মিলু খাঁন, এম এম জসিম, রাসেলউজ্জামান, হেদায়েত উল¬াহ দিপু, রতন সরদার, লাভু, সাজু, মৃদুল, আল আমিন লিটন, শফি, শোভন, হাসান, আসাদুর রহমান, রাকিব হোসেন, হাদীউজ্জমান প্রমুখ।
২৪নং ওয়ার্ড বিএনপি : বিকেলে ২৪নং ওয়ার্ড বিএনপি’র প্রস্তুতি সভা স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে সমশের আলী মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন নগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন মনিরুজ্জামান মনি, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, একরামুল হক হেলাল, ইউসুফ হারুন মজনু, হাসানুর রশিদ মিরাজ, নাজমুল হুদা চৌধুরী সাগর, মেহেদী হাসান দীপু, আজিজা খানম এলিজা। জাকির হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ওমর ফারুক, মুজিবর রহমান ফয়েজ, আব্দুল মতিন, মাজেদা খাতুন, আল বেলাল, ওয়াহিদুর রহমান টুকু, বেলায়েত হোসেন, মিজানুর রহমান, মনিরুজ্জামান মনি, জি এম মঈন উদ্দিন, ওয়াহেদুর রহমান বাবু, এড. বজলুর রহমান রাজা, হুমায়ুন কবির, ইখতিয়ার হোসেন, ডাঃ আব্দুস সালাম, আতিয়ার রহমান বাবু, হাসান আল মামুন বাপ্পী, শরিফুল ইসলাম টিটো, ফরিদা আক্তার, কাকলী আক্তার, লায়লা খাতুন, আবুল হোসেন, দুলাল হাওলাদার, ইদ্রিস মোল্লা প্রমুখ।
৯নং ওয়ার্ড বিএনপি : সন্ধ্যায় ৯নং ওয়ার্ড বিএনপি’র সভা বাস্তহারা ইউনিট অফিসে শেখ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন নজরুল ইসলাম মঞ্জু। মাহবুবুর রহমান বাবুলের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন মনিরুজ্জামান মনি, স ম আব্দুর রহমান, অধ্যক্ষ তারিকুল ইসলাম, মেহেদী হাসান দীপু, শেখ সাদী। বক্তৃতা করেন আবুল কালাম জিয়া, শেখ শামীম, গোলাম মোস্তফা ভূট্টো, কাজী ফজলুল কবির টিটো, মোস্তফা কাজী, ইউনুস মিয়া, এইচএমএ সালেক, কাজী মিজানুর রহমান তারা, সোহরাব মল্লিক, মোখলেসুর রহমান, মোহাম্মদ হানিফ, আব্দুল আলিম, শেখ বেল্লাল হোসেন, বারেক হোসেন, কামরুজ্জামান মিরাজ, ইষতিয়ার বাবলু, মোহাম্মদ হোসেন, ইয়াসিন, ফরিদা বেগম, আশরাফ বাবু প্রমুখ।