ফেনী সদর থানায় মানব পাচার আইনে দায়েরকৃত একটি মামলায় ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় দিঘলিয়া থানা পুলিশ রুবেল শেখ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যার পর দিঘলিয়া উপজেলার সেনহাটী ইউনিয়নের পথের বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রুবেলের কাছ থেকে পুলিশ এ সময় তার হেফাজতে থাকা মুক্তিপন আদায়ের কাজে ব্যবহৃত তিনটি মোবাইল উদ্ধার করে।
দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচএম শাহীন জানান, গ্রেপ্তাকৃত রুবেলকে আজ শুক্রবার সকালে ফেনী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
খুলনা পুলিশ সুপার কার্যালয় থেকে পাঠানো প্রেস রিলিজে উল্লেখ করা হয়, গত ৫ ফেব্রুয়ারি ফেনী জেলার ফেনী সদর উপজেলার কাতালিয়া থেকে জয়নাল আবেদীনের পুত্র মোঃ আরিফ (৩৫) নামে এক যুবককে অজ্ঞাতনামা একটি চক্র বাংলাদেশ থেকে লিবিয়া নিয়ে যায়। পরবর্তীতে ওই চক্রটি বিভিন্ন কৌশলে লিবিয়া থেকে তাকে জোরপূর্বক অপহরণ করে ইউরোপে পাচারের চেষ্টা করে। এ ঘটনার ২১ দিন পর ২৭ ফেব্রুয়ারি অজ্ঞাতনামা ব্যক্তিরা আরিফকে পাচারের উদ্দেশ্য অপহরণ করে তার ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
প্রেস রিলিজে উল্লেখ করা হয়, গ্রেফতারকৃত রুবেল শেখ ও তার সহযোগীরা দীর্ঘদিন যাবৎ
মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত। তারা বাংলাদেশ থেকে একাধিক ব্যক্তিকে টার্গেট করে সু-কৌশলে বিভিন্ন ধরনের লোভনীয় প্রস্তাব দিয়ে বিদেশে নিয়ে যায়। পরবর্তীতে সেখানে তাদেরকে অপহরণ করে পরিবারের নিকট মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে থাকে। দাবিকৃত মুক্তিপণ না দিলে তারা অপহৃত ব্যক্তিকে শারীরিকভাবে নির্যাতন করে এবং মৃত্যুর ভয় দেখিয়ে মোবাইলে ভিডিও ধারণ করে। এবং অপহৃত ব্যক্তির পরিবারের নিকট সেই ভিডিও পাঠিয়ে টাকা পাঠাতে বলে।