খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, জ্বালানি ও বিদ্যুৎ খাতে দেশি-বিদেশি বিভিন্ন গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে গিয়ে বর্তমান সরকারের ভুলনীতি ও দুর্নীতি এই সংকট তৈরি করেছে। লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩০ জুলাই খুলনা মহানগর বিএনপির উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ সফলের লক্ষ্যে বুধবার (২৭ জুলাই) বিকাল ৫টায় বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন। বক্তারা আরো বলেন, সরকারের নিজস্ব ব্যবসায়ীদের মুনাফার স্বার্থের জন্য পরিকল্পিতভাবে নিয়মনীতি বিসর্জন দিয়ে চাহিদার অতিরিক্ত বিদ্যুৎকেন্দ্র স্থাপন, কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের সুযোগ প্রদানের ভয়াবহ দুর্নীতির কারণে ক্যাপাসিটি চার্জ বাবদ প্রচুর অর্থ ব্যয় করার ফলে বর্তমানে এই অচলাবস্থা তৈরি হয়েছে। সরকারের ব্যর্থতার প্রতিবাদে ৩০ জুলাইয়ে খুলনা মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ হবে স্মরণকালের বৃহৎ সমাবেশ।
মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে এবং সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, তারিকুল ইসলাম জহীর, স ম আ. রহমান, সৈয়দা রেহেনা ঈসা, এড. নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, আজিজুল হাসান দুলু, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদি, আ. রাজ্জাক, হাফিজুর রহমান মনি, ওয়াহিদুর রহমান দিপু, তানভিরুল আজম, শাহিনুল ইসলাম পাখি, রুবায়েত হোসেন বাবু, মুরশিদ কামাল, কে এম হুমায়ূন কবির, বিপ্লবুর রহমান কুদ্দুস, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, কাজী মিজানুর রহমান, এড. চৌধুরী তৌহিদুর রহমান তুষার, একরামুল কবির মিল্টন, জহর মীর, শেখ ইমাম হোসেন, মোঃ হাবিবুর রহমান বিশ্বাস, শেখ জামাল উদ্দিন, আবু সাইদ হাওলাদার আব্বাস,
আফসার উদ্দিন, মোল্লা ফরিদ আহমেদ, আনসার আলী, নাসির খান, আব্দুস সালাম, আলমগীর হোসেন, নাজমুল হুদা চৌধুরী সাগর, খন্দকার হাসিনুল ইসলাম নিক, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, আক্কাস আলী, মুজিবর রহমান, আজিজা খানম এলিজা, মাসুদ খান বাদল, সজীব তালুকদার, এড. কানিজ ফাতেমা আমিন, আবু সাঈদ শেখ, ইউসুফ মোল্লা, ইশতিয়াক হোসেন ইসতি প্রমূখ। সভায় থেকে ৩০ জুলাইল কাল ৩টার সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিশেষ অতিথি থাকবেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিদ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, রকিবুল ইসলাম বকুল। সভা থেকে সমাবেশের সম্ভাব্য স্থান হিসেবে সোনালী ব্যাংক চত্ত্বর, মহারাজ চত্বর ও কেডি ষোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে নির্ধারন করা হয়েছে। সভা থেকে মহিলা দল নেত্রী জেসমিন আক্তারের স্বামী, ছাত্রদল নেতা তাজিম বিশ্বাসের নানী, ডাক্তার রফিকুল ইসলামের ভাই-এর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা
জ্ঞাপন করা হয়। এছাড়া কেন্দ্রীয় বিএনপির সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমানের অসুস্থ ভাই রেদওয়ানুর রহমান, সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুর ভাই মনিরুল ইসলাম বাদল, ২১নং ওয়ার্ড বিএনপি নেতা আতিয়ার রহমান পাটোয়ারীর সুস্থতা কামনা করা হয়।