সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
৩৭০ ধারা বাতিল জাতীয় নিরাপত্তায় প্রভাব ফেলবে: রাহুল | চ্যানেল খুলনা

৩৭০ ধারা বাতিল জাতীয় নিরাপত্তায় প্রভাব ফেলবে: রাহুল

চ্যানেল খুলনা ডেস্কঃ  জম্মু-কাশ্মীরকে ভারতীয় সংবিধানের মাধ্যমে দেওয়া বিশেষ মর্যাদা বাতিল করার পর বিষয়টি জাতীয় নিরাপত্তায় তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে মনে করছেন কগ্রেস নেতা রাহুল গান্ধী।মঙ্গলবার এক টুইটার বার্তায় তিনি এ মন্তব্য করেন বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।ভারতের রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধানের ৩৭০ ধারা বাতিলের ঘো্ষণা দেওয়ার একদিনের মাথায় তা নিয়ে মুখ খুললেন রাহুল।

টুইটারে তিনি বলেন, জম্মু-কাশ্মীরকে এক তরফাভাবে বিচ্ছিন্ন করলে, নির্বাচিত জনপ্রতিনিধিদের জেলে ঢুকিয়ে ও আমাদের সংবিধান লঙ্ঘন করে জাতীয় অখণ্ডতার উন্নতিসাধন হয় না।

রাহুল বলেন, দেশ তার জনগণকে দিয়ে তৈরি হয়, জমির প্লট দিয়ে নয়। প্রশাসনিক ক্ষমতার এই অপব্যবহার আমাদের জাতীয় নিরাপত্তার উপর গভীর প্রভাব ফেলবে।এনডিটিভি বলছে, মঙ্গলবারই কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে দলের মতানৈক্য প্রসঙ্গে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গে কংগ্রেস সাংসদদের বৈঠক হয়। সেখানেই ঠিক হয় এই সিদ্ধান্তের বিরুদ্ধে কী অবস্থান নেবে দল। তারপরই রাহুল টুইট করেন।

সোমবার রাজ্যসভায় অমিত শাহের ঘোষণার পরে কংগ্রেস নেতারা কার্যতই সঠিক প্রতিবাদ করতে পারেননি। রাহুল নীরবই ছিলেন। একদিনের মাথায় নীরবতা ভাঙলেন তিনি।

সোমবার ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের ৭০ বছরের বিশেষ মর্যাদা বাতিল করে নরেন্দ্র মোদির সরকার। ৩৭০ ধারা বাতিলের মধ্য দিয়ে সঙ্গে জম্মু-কাশ্মীরকে ভেঙে দুই ভাগ করা হয়।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

‘দেশের মানুষের দারিদ্রের হার ১৮.৭০ শতাংশে নেমে এসেছে’

অষ্টম শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন, মায়ের কারাদণ্ড

যুবককে কুপিয়ে ইজিবাইক ছিনতাই, ৩৬ ঘণ্টা পর উদ্ধার

কুষ্টিয়ায় রেস্তোরাঁয় ঢুকে ৩ জনকে ছুরিকাঘাত

জার্মানি সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুক্রবার

ঢাকার উদ্দেশে মিউনিখ ত্যাগ করবেন প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।