মোংলা জেলা নৌ স্কাউটস পুনর্মিলনী উদযাপন হয়েছে। শুক্রবার সকালে মোংলা সরকারী কলেজ চত্বরে জাতীয়, জেলা স্কাউটস ও পুনর্মিলনী পতাকা উত্তোলণের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে স্কাউটসের মৃত ব্যক্তিদের স্মরণে এক মিনিটের নীরবতা পালন করা হয়। পরে মঞ্চে অনুষ্ঠিত পরিচিতি সভা ও পূর্ব কর্মদক্ষতা বিনিময়। মোংলায় ১৯৮১ সাল থেকে নৌ স্কাউটসে অংশ নেয়া সাবেক স্কাউটস সদস্যরা এতে অংশ নেন। মোংলা জেলা নৌ স্কাউটস’র আয়োজনে ৫শতাধিক প্রাক্তন নৌ স্কাউটস সদস্যরা এ পুনর্মিলনী উদযাপন করেন। প্রাক্তন নৌ স্কাউটসদের আয়োজনে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। পুনর্মিলনী এ অনুষ্ঠানে আগতদেরকে ক্রেস্ট, সম্মাননা স্মারক, সার্টিফিকেট, রিইউনিয়ন টিশার্ট, স্কার্ফ ওয়াগেল দুপুরের খাবার পরিবেশন করা হয়। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে এ প্রাক্তন নৌ স্কাউটসের প্রথম পুনর্মিলনী উদযাপন হয়েছে। মোংলার নৌ স্কাউটসের ৪২ বছরের ইতিহাসে এই প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হলো। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলার দিগরাজ নৌঘাঁটির অধিনায়ক মোংলা জেলা নৌ স্কাউটসের কমিশনার ক্যাপ্টেন এস,এম এনামুল হাসান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোংলা সরকারী কলেজের অধ্যক্ষ কুবের চন্দ্র মন্ডল, পুনর্মিলনী ব্যবস্থাপনা কমিটির কো-অর্ডিনেটর গাজী ফিরোজ শাহ, সহকারী কো-অর্ডিনেটর মোহাম্মদ আলী, আহবায়ক মোঃ মনিরুজ্জামান, সদস্য সচিব অমল বিশ্বাস, সদস্য কামরুজ্জামান টুকু, শাহনেওয়াজ সোহাগ, মোঃ ইউসুফ আলী খাঁন, জেলা স্কাউটস লিডার ট্রেইনার পারভিন আক্তার, সাংবাদিক আবু হোসাইন সুমন, এনামুল হক, মাসুদ রানা ও হাফিজুর রহমান।