খুলনা মহানগরীর খালিশপুর থানার ৭নং ওয়ার্ড বিএনপির তথ্য সংগ্রহ ও সদস্য ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন রবিবার (১৫ মে) সন্ধ্যা ৭টায় স্থানীয় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও খালিশপুর থানার সাংগঠনিক টিম প্রধান কাজী মো. রাশেদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য এড. শফিকুল আলম মনা, বিশেষ অতিথি ছিলেন মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন।
যুগ্ম আহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক স ম আব্দুর রহমান, আজিজুল হাসান দুলু, মাহাবুব হাসান পিয়ারু, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, শেখ জাহিদুল ইসলাম, শাহিনুল ইসলাম পাখি, আরিফ ইমতিয়াজ খান তুহিন, বিপ্লবুর রহমান কুদ্দুস, হাবিব বিশ্বাস, আহসান উল্লাহ বুলবুল, সদস্য এড. মোহাম্মাদ আলী বাবু, কাজী শাহ নেওয়াজ নিরু, মো. জাহিদ হোসেন, তারিকুল ইসলাম তারেক, শফিকুল ইসলাম শফি, মুজিবর রহমান, আজিজা খানম এলিজা, কানিজ ফাতেমা আমিন, আনজিরা খাতুন, শাহানাজ সরোয়ার, নিঘাত সীমা, পাপিয়া রহমান পারুলসহ অনেকে।