চ্যানেল খুলনা ডেস্কঃআগামী ২০২০-২১ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে দেশজ উৎপাদনে (জিডিপি) ৮ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এটা অর্জন হবে বলে মনে করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
আজ শুক্রবার বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এ আশাবাদ ব্যক্তকরেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। করোনার কারণে এ সংবাদ সম্মেলন অনলাইনে আয়োজন করা হয়েছে।
গতকাল জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করেন।
ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, এর আগে ২০১৮-১৯ অর্থবছরে দেশে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল ৭.৮ শতাংশ। অর্জন হয়েছে তার চেয়ে। আশা করি এবারও লক্ষ্যমাত্রা অর্জিত হব।
অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের এটি দ্বিতীয় বাজেট ঘোষণা।