খবর বিজ্ঞপ্তিঃ ৯নং ওয়ার্ডের মুজগুন্নি আবাসিক এলাকা, গতকাল সকাল ১০টায় নগরীর খুলনা এ নবনির্মিত ২০ নং রোড-এর দুই প্রান্তে রোড হাইট রেষ্ট্রিকশন ব্যারীয়র এর উদ্ভোধন করেন ৯ নং ওয়ার্ড এর কাউন্সিলর মোঃ মাহফুজুর রহমান লিটন। এই ব্যরীয়রটি বাড়ির মালিকগণের নিজ অর্থায়নে নির্মিত হয়। এরূপ পদক্ষেপ গ্রহণে সম্মানিত কাউন্সিলর মহোদয় বাড়ির মালিকগণকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ২০ নং রোড এর বাড়ির মালিকগণের মধ্য হতে প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মোঃ লিয়াকত হোসেন, প্রফেসর ডাঃ এম এ লতিফ, জনাব মোঃ আব্দুর রাজ্জাক, প্রফেসর ড. বি এম ইকরামুল হক, জনাব মোঃ জহিরুল ইসলাম, শ্রী মধুসুদন অধিকারী, জনাব মোঃ শাহাবুদ্দিন, জনাব মোঃ দ্বীন ইসলাম, জনাব মোঃ আসাউর আনসারী।