সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সালাম মুর্শেদী, তার স্ত্রীসহ ২০৫ জনের নামে মামলা | চ্যানেল খুলনা

সালাম মুর্শেদী, তার স্ত্রীসহ ২০৫ জনের নামে মামলা

খুুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী ও তার স্ত্রী শারমিন সালামসহ তেরখাদা উপজেলা আওয়ামী লীগের ২০৫ জন নেতাকর্মীর নামে বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) রাতে উপজেলা বিএনপির সদস্য আজিজুল হাকিম বাদী হয়ে তেরখাদা থানায় মামলাটি করেন।

এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি এফএম অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক কেএম আলমগীর হোসেন, তেরখাদা উপজেলার সাবেক চেয়ারম্যান আবুল হাসান মুসল্লী, সাবেক চেয়ারম্যান দ্বীন ইসলাম, আওয়ামী লীগ নেতা শেখ মো. মহসিন ও বুলবুল মোল্যাসহ ২০৫ জন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২২ ডিসেম্বর বিকেলে দিঘলিয়া উপজেলার নির্বাচনী জনসভা ও গণসংযোগ শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তেরখাদার মোকামপুর বাজার খেয়াঘাট এলাকায় পৌঁছালে আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের গাড়িবহরে হামলা, ভাঙচুর, গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটান। সেখানে তারা ২৮টি মোটরসাইকেল ভাঙচুর, নির্বাচনী লিফলেট, ১৬টি মোবাইল ফোন ও নগদ অর্থ লুট করে নিয়ে যান। এ সময় আসামিদের হামলায় আহত নেতাকর্মীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালসহ প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। তখন পরিবেশ পরিস্থিতি অনুকূলে না থাকায় থানায় এসে এজাহার দায়ের করতে পারেননি ভুক্তভোগীরা। বর্তমানে সরকার পতনের পর দেশের পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবং পরিস্থিতি অনুকূলে আসায় এই মামলাটি করা হয়েছে।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম ইমদাদুল হক বলেন, মামলায় ২০৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার নেই।

প্রসঙ্গত, সাবেক এমপি সালাম মূর্শেদী ১ অক্টোবর রাজধানী থেকে গ্রেপ্তার হন। বর্তমানে অন্য মামলায় তিনি কারাগারে আছেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

কুয়েট ভিসির পক্ষে শিক্ষক-কর্মকর্তাদের সমাবেশ, হলের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন

তিন ঘন্টা পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

ভোলার গ্যাস খুলনায় অগ্রাধিকার ভিত্তিতে না দিলে কঠোর কর্মসূচীর হুশিয়ারি

খুলনায় সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দুদকের অভিযান

কুয়েট ভিসির পদত্যাগে এক দফা দাবি ঘোষণা শিক্ষার্থীদের

খুবিতে চৈত্র সংক্রান্তি উপলক্ষে ঘুড়ি উৎসব রঙিন আকাশে উৎসবমুখর শিক্ষার্থীরা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।