বাগেরহাটের চিতলমারীতে শেরে বাংলা ডিগ্রি কলেজ ছাত্র দলের উদ্যোগে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টায় কলেজ সেমিনার হলে শিক্ষার্থীদের মাঝে শহীদ বুদ্ধিজীবী দিবসের চিত্র প্রদর্শন ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় কলেজ ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক শহীদ মীরের সভাপতিত্বে ও সদস্য সচিব ইমরান মিরাজের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি স্বাধীন মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক হুমায়ুন শেখ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক লিমন বিশ্বাস ইউনুস, সদস্য সচিব এলাহি মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক আজমল হোসেন আজিম, সদস্য জাহিদ হাসান সুমন, কলেজ ছাত্র সাবেক যুগ্ম- আহবায়ক মেহেদী হাসান ইমন প্রমুখ।
এ চাড়াও আলোচনা সভায় চিতলমারী উপজেলার সকল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।