চ্যানেল খুলনা ডেস্কঃচিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারপিটের ঘটনায় দায়ের হওয়া মামলায় দু’আসামির রিমান্ড নামঞ্জুর করেছে আদালত। পুলিশের ৩ দিনের রিমান্ড আবেদনের শুনানী শেষে গতকাল বৃহস্পতিবার মহানগর হাকিম মোঃ শাহীদুল ইসলাম এ আদেশ দিয়েছেন।
রিমান্ড নামঞ্জুর হওয়া দু’জন হলেন মৃত্যুবরণকারী রোগীর স্বজন খালেদ মামুন কায়েস (৩১) ও ইমাম বাকের কৌশিক (২৫)। অপর দিকে একই দিনে খালেদ মামুন কায়েস (৩১)’র নামে একই থানায় পিএসআই মোঃ আবু জাফর বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে অপর একটি মামলা করেছেন (নং-০৮)। গত সোমবার তাদের দু’জনকে আদালতে সোপর্দ করা হলে একই আদালত জেল হাজতে প্রেরণের আদেশ দিয়েছেন। আহত চিকিৎসক সুজা উদ্দিন সোহাগ গত রবিবার সোনাডাঙ্গা মডেল থানায় অপর একটি মামলা দায়ের করেন (নং-০৯)। অপহরণের পর মারপিটের অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর গভীর রাতে নগরীর খালিশপুর ক্লিনিকে চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসক সুজা উদ্দিন সোহাগকে মারপিট করে উত্তেজিত স্বজনরা। এ ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানায় পৃথকভাবে দু’টি মামলা দায়ের করা হয়।