চ্যানেল খুলনা ডেস্কঃ শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার পুণ্যলগ্ন মহালয়া। আর উৎসব মানেই নানান ব্যস্ততা, হাজারো কাজ। হাতে সময় মাত্র ছয়দিন।
এর মধ্যে আবহাওয়া অধিদফতর বলছে, এ সপ্তাহে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর বঙ্গোপসাগর এবং এর আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে শনিবার (২৮ সেপ্টেম্বর) দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়াবিদদের মতে, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয়। উত্তর বঙ্গোপসাগরে এটি দুর্বল এবং মাঝারি অবস্থায় রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টি। এরই মধ্যে দেশের নদী বন্দরগুলোতে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। তাই ছোট ও মাঝারি ধরনের নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে। বৃষ্টিপাতের কারণে আজ দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।