চ্যানেল খুলনা ডেস্কঃ চলমান পরিস্থিতি নিয়ে আগামীকাল (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। বৃহস্পতিবার বেলা একটায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠকে এই সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত নেয়া হয়।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের চলমান পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেন নেতারা।
সূত্র জানায়, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘের অধিবেশনে যোগদান, ভারত সফর এবং সে দেশের সাথে নানা চুক্তির বিষয় নিয়ে বিএনপি নেতারা বৈঠকে পর্যালোচনা করেন। এছাড়াও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ড পরিস্থিতি নিয়ে সার্বিক বিষয়ে পর্যালোচনা করেন বিএনপি নেতারা।
বৈঠকে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।
এছাড়াও বৈঠকে লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সে যুক্ত থেকে বৈঠকে সভাপতিত্ব করেন বলে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সূত্রে জানা গেছে।