চ্যানেল খুলনা ডেস্কঃবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিহত মেধাবী শিক্ষার্থী ছাত্র আবরার ফাহাদ স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় আবরারের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় বিক্ষুব্ধরা। গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। অন্তত ৩০ মিনিটি ধরে মোমবাতি জ্বালিয়ে তারা এ কর্মসূচি পালন করে। এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।
আবরার স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা বলেন, মোমবাতি জ্বালানোর মাধ্যমে আমরা আবরারকে স্মরণ করছি। এটা একটা মৌন প্রতিবাদও বলতে পারেন। অনেকের চোখ আছে কিন্তু সেই চোখে আলো নেই। আমরা মোমবাতি জ্বালিয়ে তাদের আলোর পথ দেখাতে চাই।
শিক্ষার্থীরা আরো বলেন, আবরার ফাহাদ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাই। ফেসবুকে লেখালেখির জেরে আবরারকে হত্যা করা হয়েছে। এটি মেনে নেয়ার মতো নয়। খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কাউকে ছাড় দেয়া যাবে না। খুনিরা পার পেয়ে গেলে এই অন্যায় থামবে না। সবার বাক স্বাধীনতা থাকবে। যারা আবরারকে হত্যা করেছে তারা বাক স্বাধীনতা হরণ করতে চায়।