ক্রীড়া ডেস্কঃচার দল নিয়ে সাফ অনুর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছে নেপাল। বাংলাদেশ, ভারত ও ভূটানকে নিয়ে রাউন্ড রবিন পদ্ধতিতে টুর্নামেন্টে অংশ নিচ্ছে স্বাগতিক শিবির। আগের ম্যাচে ভুটানকে ২-০ গোলে উড়িয়ে দেয় বাংলদেশ। ভারতের বিপক্ষে মাঠে নামার আগে এ ম্যাচে জয় দরকার ছিল শাহেদা, রোজিনাদের। পরের ম্যাচে ভূটান ভারতের কাছে হারলেই ফাইনাল নিশ্চিত করবে গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা।
কাঠমন্ডুর চাংলিমিথাং স্টেডিয়ামে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নেপালকে হারানোর জন্যই মরিয়া ছিল বাংলাদেশ শিবির। নেপালিদের বিপক্ষে শুরু থেকে আক্রমণে এগিয়ে থাকে বাংলাদেশের মেয়েরা। ১২ মিনিটে মাঝ মাঠ থকে বল পেয়ে একা চার ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেন শাহেদা আক্তার রিপা।
পরে ২৫ মিনিটের ব্যবধান দ্বিগুণ গোল করে বাংলাদেশের মেয়েরা। ডি বক্সের ভেতর হ্যান্ডবলের কারণে পেনাল্টি আদায় করে তারা। স্পটকিক থেকে শামসুন্নানহার জুনিয়র গোল করেন। প্রথমার্ধ পর্যন্ত ২-০তে এগিয়ে থাকে লাল-সবুজরা। ৬৪ মিনিটে আমিশা কারকি ডি বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে গোল করলে ব্যবধান কমায় নেপাল। তবে এতেও হার এড়াতে পারেনি হিমালয়ের মেয়েরা।