আন্তর্জাতিক ডেস্কঃতুরস্কের সৈন্যরা এখন সিরিয়ার উত্তরাঞ্চলে অভিযান চালাচ্ছে। আর এ কারণে এখন তুরস্কে অস্ত্র রপ্তানি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের দেশ জার্মানি। খবর মিশরীয় সংবাদমাধ্যম ‘আল-আহরামে’র।
এ বিষয়ে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো ম্যাস বলেছেন, ‘আমরা তুরস্কের কাছে নতুন করে কোনো অস্ত্র রপ্তানির অনুমোদন ইস্যু না করার সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি সাম্প্রতিক সময়ে সিরিয়ার উত্তরাঞ্চলের তুর্কি সেনাদের অভিযান চালানোর বিষয়টিরও তীব্র নিন্দা জানাচ্ছি আমরা।তিনি আরও বলেন, আমরা চাইনা জার্মানির কাছ থেকে কেনা অস্ত্র সিরিয়ার সাধারণ কুর্দি নাগরিকদের হত্যার উদ্দেশ্যে ব্যবহার হোক। আর কারণেই তুরস্কে অস্ত্র রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।
যেসব দেশে জার্মানি অস্ত্র বিক্রি করে সেগুলোর মধ্যে শীর্ষে আছে তুরস্ক। গত দেড় বছরে তুরস্কের কাছে প্রায় ২৪০ মিলিয়ন ইউরো মূল্যের অস্ত্র বিক্রি করেছে জার্মানি।