চ্যানেল খুলনা ডেস্কঃশ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেন, ‘শ্রমজীবী মানুষের ভাগ্যোন্নয়নে অধিকার বাস্তবায়নে বর্তমান সরকারের কোনো বিকল্প নেই। শ্রমিকদের ন্যায্য পাওনা পেতে শ্রমিকদের রাজপথে আন্দোলন করা লাগে না, তারা সহজে তাদের ন্যায্য পাওনা পেয়ে যায়।শ্রমিক লীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টায় শহিদ হাদিস পার্কে নগর শ্রমিক লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এর আগে ভোর ৬টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন এবং বেলা ১১টায় কেককাটা, সংগঠনের সাবেক নেতৃবৃন্দদের মরণোত্তর সম্মাননা প্রদান, র্যালি ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি ছিলেন নগর আ’লীগের সভাপতি সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় শ্রমিক লীগের সহ-সভাপতি সরদার মোতাহার উদ্দিন। সংগঠনের নগর সভাপতি আবুল কাশেম মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষের পরিচালনায় বক্তৃতা করেন মোঃ খালিদ মাহামুদ, শ্যামল সিংহ রায়, ফকির মোঃ সাইফুল ইসলাম, কাউন্সিলর কনিকা সাহা, গোপাল চন্দ্র সাহা, মোতালেব মিয়া, সৈয়দ এমদাদুল হক, সাঈফ হুমায়ুন কবির, মল্লিক নওশের আলী, শেখ সরোয়ার হোসেন, দুলাল মল্লিক, বাবুল হোসেন, মীর মোঃ আবু হানিফ, কাজী আঃ ওহাব, আব্দুর রহিম খান, মোঃ মাহাবুব হাসান শামীম, জাহাঙ্গীর হোসেন, মোল্লা আজাদ আলী, রশিদ শিকদার, কিংকর সাহা, আসাদুজ্জামান মুন্না, শরীফ মোর্ত্তজা আলী, খন্দকর রফিকুল ইসলাম, মুন্সী ইউনুস, মোঃ আলাউদ্দিন, মতিউর রহমান, শাহ আলম শেখ, মোঃ হাবিবুর রহমান হাবি, মোঃ মোশারেফ হোসেন, জাকির হোসেন প্রমুখ।
জেলা শ্রমিক লীগ : গতকাল শনিবার বিকেল ৪টায় নগরীর দলীয় কার্যালয় চত্বরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা শেষে নগরীতে বর্ণাঢ্য র্যালি বের হয়। সভায় প্রধান অতিথি ছিলেন নগর আ’লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। জেলা শ্রমিক লীগের সভাপতি বিএম জাফরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মোঃ আলীর পরিচালনায় প্রধান বক্তা ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি এড. এম এম মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অসিত বরণ বিশ্বাস। বক্তৃতা করেন আ’লীগ নেতা এড. আব্দুল লতিফ, শ্রমিক লীগ নেতা সৈয়দ তারিকুল ইসলাম, মোঃ নিজামুল হক বাবলু, মোঃ ফরিদ আহমেদ, মোঃ আলম হাওলাদার, এসএম আসাদুজ্জামান আসাদ, তপন কুমার বিশ্বাস, আকবার আলী, শহিদুল ইসলাম, শাহীন আহমেদ, মঞ্জুর মোর্শেদ চৌধুরী রাহাত, শ্রমিক নেতা মোঃ শহিদুল ইসলাম, আল মামুন, ফারুক হাসান, মোঃ জাকির হোসেন, হেমায়েত ফরাজী, রাজা রহমান, মুরাদ হোসেন, এসএম রোকন, আক্কেল আলী, ফাতেমা বিপ্লবী, মেরিনা আক্তার, রাবেয়া খাতুন, রিক্তা আক্তার, মনিরুল ইসলাম, হায়দার আলী খাঁন প্রমুখ।
খানজাহান আলী, দৌলতপুর ও আটরা শিল্পাঞ্চল শ্রমিক লীগ : প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে গতকাল শনিবার বিকেল ৫টায় ফুলবাড়ীগেটস্থ দলীয় কার্যালয় থেকে র্যালি পরবর্তীতে কেক কাটা হয়। সন্ধ্যায় খানজাহান আলী থানা শ্রমিক লীগের সভাপতি মোল্লা ওমর ফারুকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শ্রমিক লীগ উত্তরের সভাপতি আলহাজ্ব্ শেখ আনছার আলী। বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা আ’লীগের সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান, ২নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক এফ এম জাহিদ হাসান জকির, থানা মহিলা আ’লীগের সভাপতি সুফিয়া বেগম। খানজাহান আলী থানার শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ বায়জীদ সরদার এবং সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম বাবুর যৌথ পরিচালনায় বক্তৃতা করেন শ্রমিক লীগ নেতা লিয়াকত মন্সি, জহিরুল ইসলাম পান্নু, আসাদুজ্জামান আওলাদ, রফিকুল ইসলাম, শেখ সুমন, আবু জাফর, নাসির উদ্দিন, ইসমাইল হোসেন ইমন, মিন্টু গাজী, বাবু তালুকদার প্রমুখ।