সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
বেহাল দশা মুজগুন্নী মহাসড়কের গর্ত রূপ নিয়েছে খানা-খন্দে | চ্যানেল খুলনা

বয়রা পুলিশ লাইন থেকে আবু নাসের হাসপাতাল

বেহাল দশা মুজগুন্নী মহাসড়কের গর্ত রূপ নিয়েছে খানা-খন্দে

চ্যানেল খুলনা ডেস্কঃবিটুমিন ও খোয়া উঠে গিয়ে বেহাল দশায় পরিণত হয়েছে বয়রা পুলিশ লাইন থেকে আবু নাসের হাসপাতাল মোড় পর্যন্ত (মুজগুন্নী মহাসড়ক) অন্তত এক হাজার মিটার সড়ক। বিশেষ করে চলতি বছরের বৃষ্টিতে আগের ছোট ছোট গর্তগুলো এখন বড় বড় খানাখন্দে রূপ নিয়েছে। ফলে প্রায় ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। আর জনসাধারনের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
জানা গেছে, নগরীর মুজগুন্নী মহাসড়ক আশপাশে গড়ে উঠেছে দক্ষিণাঞ্চলের একমাত্র বিশেষায়িত শেখ আবু নাসের হাসপাতাল, বর্ডার গার্ড বাংলাদেশ-এর সেক্টর সদর দপ্তর, নৌ-বাহিনী ঘাঁটি (বানৌজা তিতুমীর), বিএনএন স্কুল এন্ড কলেজ, এ্যাংকরেজ স্কুল, নৌ-বাহিনী ভর্তি কেন্দ্র, নাবিক কলোনী, পুলিশ লাইন, মুজগুন্নী শিশু পার্ক, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, নগরস্বাস্থ্য কেন্দ্রসহ সরকারি-বেসরকারি নানা প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা নগরীর বাইরে ও শহরে সহজ যাতায়াতে একমাত্র মাধ্যম হিসেবে এ সড়কটি ব্যবহার করে। এছাড়া খালিশপুর, দৌলতপুরসহ নগরীর পশ্চিম পাশের সকল মানুষের নগরীতে প্রবেশের ক্ষেত্রেও সড়কটি ব্যবহৃত হয়। কিন্তু চলতি বর্ষা মৌসুমে এ সড়কের বয়রা পুলিশ লাইন থেকে আবু নাসের হাসপাতাল মোড় পর্যন্ত অন্তত এক হাজার মিটার সড়কের বিভিন্ন স্থানে বিটুমিন উঠে গিয়ে বড় বড় খানা-খন্দ ও গর্তের সৃষ্টি হয়েছে। বিভিন্ন স্থানে বিটুমিন উঠে গিয়ে ছিটকে পড়ছে অন্যত্র। ফলে সড়কটি বর্তমান বেহাল অবস্থা ধারণ করেছে। প্রায় ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। আর জনসাধারনের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বয়রা পুলিশ লাইন থেকে আবু নাসের মোড় পর্যন্ত সংস্কারের অভাবে সড়কটি চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। কোনো ভাবেই যানবাহন বা পথচারী নিরাপদ চলাচল করতে পরছে না। ছোট-বড় দুর্ঘটনা প্রায়ই ঘটে। তাই জনস্বার্থে এসড়কটি দ্রুত সংস্কার প্রয়োজন।
এ ব্যাপারে কর্পোরেশনের সহকারী প্রকৌশলী মোহাম্মদ হোসেন বলেন, চলতি বর্ষা মৌসুমে অতিবৃষ্টির কারণে এসব সড়কের বেশিরভাগ স্থানে বিটুমিন উঠে গিয়ে বড় বড় খানা-খন্দ ও গর্তের সৃষ্টি হয়। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত সড়কের তালিকা করা হয়েছে। এখন মেয়র অনুমোদন দিলে দ্রুত সময়ের মধ্যে ব্যাটস দিয়ে সংস্কার কাজ শুরু করা হবে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

নতুন নিয়ম, সর্বোচ্চ তিনবার দেওয়া যাবে বিসিএস পরীক্ষা

কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

দুর্গা প্রতিমা ভাঙচুর, কলেজ ছাত্রলীগ সভাপতির ভাই গ্রেফতার

পার্বত্য চট্টগ্রামে উত্তেজনাকর পরিস্থিতির বর্ণনা দিল আইএসপিআর

পাইকগাছায় বাঁধ ভেঙে প্লাবিত ১৩ গ্রাম

সারাদেশে বন্যায় ৪ জনের মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।