নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার তালায় ডিজিটাল পদ্ধতিতে শালিখা কলেজে বহুমুখী ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভ উদ্বোধন করেছেন। রবিবার (১৩ অক্টোবর) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ভিডিও
প্রদর্শনের মাধ্যমে প্রধানমন্ত্রী একযোগে ৬৪ জেলায় ১১ হাজার ৬০৪টি দুর্যোগ সহনীয় বাড়ি ও ১৪ জেলায় ১০০টি আশ্রয়কেন্দ্রের উদ্বোধন করেন। দুর্যোগ ব্যবন্থাপনা অধিদপ্তর,দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রালয়ের বাস্তবায়নে তালায় ডিজিটাল পদ্ধতিতে শালিখা কলেজে বহুমুখী ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্র প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাতক্ষীরা-১(তালা-কলারোয়ার) আসনের সংসদ সদস্য এড.মুস্তফা
লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, তালা থানার ওসি মেহেদী রাসেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস
চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান,উপজলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, খেশরা ইউপি চেয়ারম্যান প্রভাষক রাজিবুল ইসলাম রাজু, শালিখা কলেজে অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু ও মুক্তিযোদ্ধা সুজায়েত আলী প্রমুখ।