চ্যানেল খুলনা ডেস্কঃ চলতি মাসের শেষ দিকে পেঁয়াজের দর স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
তিনি বলেছেন, ভারত এ মাসের শেষে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিতে পারে। আশা করা যাচ্ছে শিগগির পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আসবে।
সোমবার (১৪ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।
টিপু মুনশি বলেন, অসৎ উপায়ে কোনো ব্যবসায়ী পেঁয়াজ মজুদ করলে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে।