চ্যানেল খুলনা ডেস্কঃপাইকগাছার ৯-১৬নং পোল্ডারের মধ্যদিয়ে প্রবাহিত কপোতাক্ষ নদের ডান তীরে রাড়ুলী জেলে পল্লীর ভাঙ্গন কবলিত এলাকার ভাঙ্গন প্রতিরোধ ও অস্থায়ী প্রতিরক্ষা কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিরক্ষা কাজের উদ্বোধন করেন ইউএনও জুলিয়া সুকায়না।
এ সময় উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ফরিদ উদ্দীন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ গোলদার, ইউপি সদস্য জাহান আলী সরদার, আব্দুস সাত্তার, আব্দুল হামিদ ও পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ। পানি উন্নয়ন বোর্ডের আওতায় ২৯০ মিটার ভাঙ্গন কবলিত এলাকার প্রতিরক্ষা কাজের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ৯ লাখ টাকা।
এ কাজে পাউবো কর্তৃপক্ষ তাদের নিজস্ব বস্তা ব্যবহার করছে। প্রতিরক্ষা কাজটি বাস্তবায়ন করছে এইচএইচ এন্টারপ্রাইজ ঠিকাদারী প্রতিষ্ঠান। ঠিকাদারী প্রতিষ্ঠান বালু ভরাট, ডাম্পিং ও প্যালাসাইটিং এর কাজ করবে। উল্লেখ্য, কপোতাক্ষ নদের ভয়াবহ ভাঙ্গনে চরম ঝুঁকির মধ্যে বসবাস করছিল জেলে পল্লীর অর্ধশতাধিক পরিবার। ইতোমধ্যে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু ও ইউএনও জুলিয়া সুকায়না ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহ বিভিন্ন সহায়তা প্রদান করেন।