আন্তর্জাতিক ডেস্কঃকাশ্মীর ইস্যুতে ভারতের কড়া সমালোচনা করেছে মার্কিন কংগ্রেস। বুধবার (২৩ অক্টোবর) এক শুনানিতে কাশ্মীর উপত্যকাকে অস্থিতিশীল করায় ভারত সরকারের তীব্র সমালোচনা করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক কর্মকর্তা অ্যালিস জি ওয়েলস। খবর কলকাতার ‘আনন্দবাজার পত্রিকা’র।
এ বিষয়ে অ্যালিস জি ওয়েলসের অভিমত, অর্থনৈতিক উন্নয়ন বাড়ানোর লক্ষ্যের কথা বলে কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ করেছে ভারত সরকার। এছাড়া দুর্নীতি কমানো এবং কেন্দ্রীয় আইন সমানভাবে প্রয়োগের কথাও জানিয়েছে তারা। আমরা ভারতের এসব উদ্যোগ সমর্থন করি। কিন্তু কাশ্মীর উপত্যকার পরিস্থিতি আমাদের চিন্তায় ফেলেছে।
পাশাপাশি আটক কাশ্মীরি নেতাদের নিয়ে নিজেদের উদ্বেগের কথাও জানিয়েছেন অ্যালিস জি ওয়েলস।
তিনি আরও বলেন, সাংবাদিকরা কাশ্মীরের ঘটনা নিয়ে বস্তুনিষ্ট সংবাদ করার চেষ্টা করছেন। কিন্তু প্রশাসনের আরোপ করা কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে তারা যথাযথভাবে সংবাদ সংগ্রহ ও সরবরাহে করতে পারছেন না।