চ্যানেল খুলনা ডেস্কঃআমাদের পৃথিবী, আমাদের ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) জাতিসংঘ দিবস-২০১৯ পালিত হয়েছে।বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে একটি র্যালির আয়োজন করা হয়। র্যালিটি উপাচার্য অধ্যাপক ড. মো. শাহজাহানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রভাষক মাহবুবা উদ্দিন বলেন, ‘বিশ্বে যুদ্ধ বন্ধ করে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা করতে হলে সকল রাষ্ট্রকে এক হয়ে কাজ করতে হবে। সকল রাষ্ট্র বিদ্ধেষপূর্ণ মনোভাব পরিহার করে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে। আজকের জাতিসংঘ দিবসে এই আমাদের প্রত্যাশা।’
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রভাষক সাদ্দাম হোসেন, জান্নাতুল ফেরদৌস, নুসরাত তায়েফ, বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘের সেক্রেটারি জেনারেল অশোক বালা প্রমুখ।
অনুষ্ঠানে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারী ও বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।