চ্যানেল খুলনা ডেস্কঃ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করাসহ চারদফা দাবিতে আন্দোলনকারীদের মহাসমাবেশ পুলিশের বাধা মুখে পণ্ড হয়ে গেছে। এ সময় ৬ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ সাধারণ ছাত্র কল্যাণ পরিষদের ব্যানারে পূর্বঘোষিত কর্মসূচি পালনকালে এ ঘটনা ঘটে।
আটক ছয়জনের মধ্যে তিনজন হলেন- এস এ সজীব, উজ্জ্বল সরকার ও আব্দুস সালাম।
চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে বিকেল ৩টায় আন্দোলনকারীরা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হয়। পরে জাতীয় জাদুঘরের সামনে মহাসমাবেশের জন্য অবস্থান নেয়। সেখানে পুলিশও পাল্টা অবস্থান নেয়। পুলিশ আন্দোলনকারীদের চলে যেতে বলে কিন্তু তারা যেতে রাজি না হওয়ায় প্রথম দফায় ৫ জনকে আটক করা হয়।
পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের বাকবিতণ্ডার পর তারা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে পুনরায় সংঘটিত হয়ে আটকদের মুক্তির জন্য বিভিন্ন স্লোগান দিতে থাকে।
পরে আটকদের মুক্তির দাবিতে শাহবাগ থানা অভিমুখে মিছিল নিয়ে যান আন্দোলনকারীরা। মিছিলটি ঢাবি কেন্দ্রীয় মসজিদ, কাজী নজরুল ইসলামের মাজার হয়ে পাবলিক লাইব্রেরির সামনে যেতেই পুলিশের বাধার সম্মুখীন হয়। পুলিশের বাধায় আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায় এবং সেখান থেকে একজনকে আটক করে থানায় নিয়ে যায়।
বাংলাদেশ সাধারণ ছাত্র কল্যাণ পরিষদের প্রধান সমন্বয়ক মুজাম্মেল মিয়াজী বলেন, আমরা আজকে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জাতীয় জাদুঘরের সামনে মহাসমাবেশ করি। আমরা কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে আসেনি। আমরা একটি যৌক্তিক দাবি নিয়ে এসেছি। চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করে দেন, চাকরিতে আবেদন ফি কমিয়ে দিন।
তিনি বলেন, এখানে কাউকে আটক করার কোনো কারণ দেখছি না। আন্দোলনকারীদের মুক্তির দাবিতে আগামীকাল থেকে আমরা গণঅনশনে যাব।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেয়া হবে বলে জানান তিনি।