চ্যানেল খুলনা ডেস্কঃফুলতলায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা সৈয়দ জাহিদুল ইসলাম ওরফে রুবেল (২৮) ও মাদক ব্যবসায়ী খন্দকার তারেকুজ্জামান ওরফে তারেক (৩৮)-কে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দু’টি বিদেশী ওয়ান স্যুটারগান, ৩ রাউন্ড গুলি ও ৮শ’ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
পুলিশ জানায়, খুলনা জেলা পুলিশের ওসি তোফায়েল আহমেদ, পরিদর্শক সেখ কনি মিয়া এবং এসআই মুক্ত রায় চৌধুরী পিপিএম’র নেতৃত্বে পুলিশ শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টায় যুগ্নিপাশা শেষ সীমানা কামাল উদ্দিন স্কুল এলাকায় অভিযান চালায়। এ সময় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা ও জেলা পুলিশের তালিকাভুক্ত (নং-৫১) সন্ত্রাসী সৈয়দ জাহিদুল ইসলাম ওরফে রুবেল এবং মাদক ব্যবসায়ী খন্দকার তারেকুজ্জামান ওরফে তারেককে গ্রেফতার করে। এদের কাছ থেকে ২টি বিদেশী ওয়ান স্যুটারগান, ৩ রাউন্ড গুলি ও ৮শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থল থেকে অপর দুই মাদক ও অস্ত্র ব্যবসায়ী পালিয়ে যায়।
পুলিশ জানায়, ফুলতলার দামোদর গ্রামের মোঃ তোফায়েল আহমেদ ও বিউটি বেগমের পুত্র রুবেলের বিরুদ্ধে অভয়নগর থানায় আ’লীগ নেতা ওলিয়ার ও ব্যবসায়ী মিন্টুসহ ৩টি হত্যা মামলা, অস্ত্র আইনে ২টি এবং মাদক আইনে ২টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে ফুলতলা থানায় ৬টি গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এ নড়াইলের নড়াগাতি এলাকার মৃত খন্দকার আতিয়ার রহমানের পুত্র খন্দকার তারেকুজ্জামান ওরফে তারেক এর বিরুদ্ধে নড়াগাতি থানায় অস্ত্র আইনে ২টি এবং মাদক আইনে ২টি মামলা রয়েছে। এ ঘটনায় এসআই মুক্তরায় চৌধুরী পিপিএম বাদী হয়ে অস্ত্র ও মাদক আইনে পৃথক দু’টি মামলা দায়ের করেন। এদিকে আটককৃত রুবেল ও তারেককে শনিবার আদালতে সোপর্দ ও জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন জানানো হয়।