চ্যানেল খুলনা ডেস্কঃখুলনা রেঞ্জ ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম (বার) বলেছেন, প্রধনমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। আগামী ২০৩০ সালে বিশ্বের ২৬তম বৃহত্তম অর্থনীতির দেশ হবে বাংলাদেশ। তবে বাংলাদেশের এই কাক্সিক্ষত উন্নয়ন নির্ভর করছে আমাদের তরুন সমাজের উপর। জঙ্গিবাদ, মাদক মুক্ত তরুণ সমাজই কেবল সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করতে পারে।
তিনি আরো বলেন, সমাজের ইভটিজিং-বাল্যবিবাহ, মাদক, জঙ্গিবাদ মোকাবেলায় সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে পুলিশের সহযোগী শক্তি হিসেবে এগিয়ে আসতে হবে। রেঞ্জের ডিআইজি বলেন, আগামী দিনগুলোতে পুলিশ-জনতা এক হয়ে দুর্নীতিমুক্ত জনবান্ধব পুলিশ বাহিনী গঠনে ভূমিকা রাখবে। প্রত্যেকটি থানা হবে পুলিশের সেবা কেন্দ্র।
তিনি গতকাল শনিবার সকাল ১০টায় ডুমুরিয়া কলেজ প্রাঙ্গনে কেক কেটে ও বেলুন ফেস্টুন উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উদ্বোধনকালে প্রধান বক্তার বক্তৃতায় এ বলেন।
খুলনা জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে দিনব্যাপী বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে নানা কর্মসূচি উদ্যাপিত হয়। এ সময় স্বেচ্ছায় রক্তদান করেন পুলিশ সদস্যরা। এদিকে ঘোড়া, ব্যান্ড পার্টি, বাজনার নিয়ে কয়েক হাজার মানুষ বর্ণিল র্যালি করে উপজেলা স্বাধীনতা চত্বরে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন।
খুলনার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ্ বিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা- ৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ হাবিবুর রহমান বিপিএম, অতিরিক্ত ডিআইজি একেএম নাহিদুল ইসলাম বিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলী, কমিউনিটি পুলিশিং ফোরম জেলার সভাপতি মোঃ মকবুল হোসেন মিন্টু, ফোরামের ডুমুরিয়া থানা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম মানিক।
এদিকে গতকাল শনিবার বিকেল ৩টায় ফুলতলা দামোদর ডাবুর মাঠে জেলা পুলিশ দল ও জেলা কমিউনিটি পুলিশ দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফুলতলা উপজেলা চেয়ারম্যান ও কমিউনিটি পুলিশিং ফোরামের সেক্রেটারী আলহাজ্ব শেখ আকরাম হোসেনের সভাপতিত্বে ম্যাচে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। সম্মানিত অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম (বার)। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি একেএম নাহিদুল ইসলাম বিপিএম, জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সারোয়ার আহমেদ সালেহীন। খেলায় টাই ব্রেকারে খুলনা জেলা কমিউনিটি পুলিশিং দল ৫-৩ গোলে জয়লাভ করে। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়াও দিনটি উপলক্ষে জেলার সকল থানায় একযোগে সকাল ১০টায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি ও আলোচনা সভায় থানা কমিউনিটি পুলিশিং ফোরাম, মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।