আন্তর্জাতিক ডেস্কঃইরাক এখন সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল। আর এর পেছনে ইসরায়েল এবং আমেরিকা কলকাঠি নাড়ছে বলে মন্তব্য করেছেন আল-ফাতাহ অ্যালায়েন্সের প্রধান হাদি আল-আমেরি।রবিবার (২৭ অক্টোবর) এই খবর প্রকাশ করেছে ‘পার্সটুডে’।আল-আমেরির মতে, ইরাকে এমন কিছু লোক রয়েছে যারা গোটা দেশে বিশৃঙ্খলা ও সহিংসতা ছড়িয়ে দিতে চায়। আর আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েল এসব লোককে পেছন থেকে সমর্থন ও সহযোগিতা দিচ্ছে।
এদিকে হাদি আল-আমেরির বক্তব্যকে সমর্থন করেছেন ইরাকের ‘আসায়েব আহলুল হাক’ আন্দোলনের মহাসচিব শাইখ কায়েস আল খাজ আলী।তার ভাষায়, ইরাকে নতুন করে যে বিক্ষোভ শুরু হয়েছে তাতে ইসরায়েল ও আমেরিকার হাত রয়েছে।
প্রসঙ্গত, কর্মসংস্থান বাড়ানো, সরকারি সেবার মানোন্নয়ন এবং দুর্নীতি বন্ধের দাবিতে অক্টোবরের ১ তারিখ থেকে ইরাকে সরকারবিরোধী আন্দোলন শুরু হয়।