চ্যানেল খুলনা ডেস্কঃঝিনাইদহের মহেশপুর সীমান্তের পলিয়ানপুর এলাকায় বিএসএফের গুলিতে আব্দুর রহিম (৫০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি মহেশপুর উপজেলার বাউলিয়া গ্রামের আবুল কাসেমের ছেলে।
রবিবার (৩ নভেম্বর) ভোর ৪টার দিকে মহেশপুর সীমান্তের বিপরীতে ভারতের হাবাশপুর এলাকার ৬০ নম্বর মেইন পিলারের পাশে তাকে গুলি করে হত্যা করে বিএসএফ।
ঝিনাইদহ-৫৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল কামরুল আহসান জানান, রবিবার ভোর রাতে কয়েকজনকে সঙ্গে নিয়ে নিহত আব্দুর রহিম ভারতে গরু আনতে যান। গরু নিয়ে ফেরার পথে ভারতের হাবাশপুর এলাকার ৬০নম্বর মেইন পিলারের কাছে পৌঁছালে বিএসএফ গুলি চালায়। এ সময় আব্দুর রহিম নিহত হন।
তিনি আরও জানান, পতাকা বৈঠকে আমরা নিহতর ছবি দেখে নিশ্চিত হয়েছি এটা বাংলাদেশি আব্দুর রহিমের লাশ। তবে অন্য একটি সূত্র জানায় ভারতের অভ্যন্তরে গরুসহ রহিমকে ধরে ফেলে বিএসএফ। এরপর তাকে গুলি করে হত্যা করা হয়।