চ্যানেল খুলনা ডেস্কঃখুলনার ডুমুরিয়া উপজেলায় রাস্তার মেরামত কাজ সম্পন্ন না করেই বিল উত্তোলনের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। দুদক অভিযোগ কেন্দ্রে অভিযোগ আসে, ডুমুরিয়া’র শোলগাতি-চুকনগর সংযোগ সড়কের রাস্তার মেরামত কাজ অসম্পন্ন রেখেই বিল প্রদান করা হয়েছে। তৎপ্রেক্ষিতে সমন্বিত জেলা কার্যালয়, খুলনা’র সহকারী পরিচালক মোঃ শাওন মিয়া’র নেতৃত্বে আজ (০৪-১১-২০১৯ খ্রি.) এ অভিযান পরিচালিত হয়। সরেজমিন অভিযানে উল্লিখিত সড়কের কার্পেটিং না করেই ১ কোটি ৬৫ লক্ষ টাকার বিল পরিশোধ করা হয়েছে এরুপ প্রমাণ প্রমাণ পায় দুদক টিম। অবিলম্বে উক্ত কাজ সম্পন্ন করে অবহিত করার জন্য এলজিইডি কর্তৃপক্ষ-কে নির্দেশনা প্রদান করে দুদক টিম। এ অনিয়মের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত চেয়ে কমিশনে প্রতিবেদন উপস্থাপন করবে অভিযানকারী টিম।