সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
খুলনায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি | চ্যানেল খুলনা

খুলনায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনায় ডি,এম রেজা সোহাগ নামে এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার এ ব্যাপারে জীবনের নিরাপত্তা চেয়ে নগরীর খালিশপুর থানায় সাধারণ ডায়রী করেছেন তিনি। সাংবাদিক ডি,এম রেজা সোহাগ খুলনা থেকে প্রাকাশিত দৈনিক প্রবর্তন পত্রিকার বার্তা সম্পাদক ও খুলনা ক্রাইম রিপোটার্স এসোসিয়শনের সহ সভাপতি।
জানা গেছে, নগরী গোয়ালখালি মোড় এলাকার নিজ বাড়ির দ্বিতীয় তলার দুটি কক্ষ মো. লাবিদ মোল্লা নামে এক ব্যাক্তিকে ভাড়া দেন। কিছুদিন পরে ভাড়া নিয়ে টালবাহানা ও বিভিন্ন সমস্যার কারনে তাকে বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হয়। কিন্তু তিনি বাড়ি না ছেড়ে বিভিন্ন অজুহাত সৃষ্টি করতে থাকেন। এক পর্যায়ে বাড়ি ছাড়ার চূড়ান্ত নোটিশ দিলে ভাড়াটিয়ার সাথে সাংবাদিক সোহাগের কথাকাটাকাটি হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার বেলা ১২টা দিকে ভাড়াটিয়া লাবিদ মোল্লার ভাই মো. তারেক ওরফে কালা তারেক ওই বাড়িতে এসে বাড়ি ছাড়তে অপরাগতা প্রকাশ করে। এ সময় তিনি বাড়ি ছাড়ার ব্যাপারে বেশি বাড়াবাড়ি করতে নিষেধ করেন। বাড়াবাড়ি করলে তিন দিনের মধ্যে লাশ ফেলে দেবেন বলে হুমকি দেন। এ সময় বাড়িতে সাংবাদিক সোহাগের বৃদ্ধ বাবা-মা আতংকিত হয়ে পড়েন। পরে এ বিষয়ে স্থানীয় থানায় সাধারণ ডায়রী করেন তিনি।
খালিশপুর থানার ওসি (তদন্ত) সাব্বিরুল আলম জানান, এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়রী হয়েছে। তদন্ত করে পরবর্তি পদক্ষেপ নেওয়া হবে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনার শিববাড়ী মোড়ে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান

চোরাই গরু বহনকারী পিকআপসহ আটক ৩

সোনাডাঙ্গায় অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ডাবলু গ্রেপ্তার

‘দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে উন্নয়ন সম্ভব নয়’ ধর্ম উপদেষ্টা

দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে: গয়েশ্বর চন্দ্র রায়

খুলনায় পুলিশের এডিসি কামরুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।