চ্যানেল খুলনা ডেস্কঃখুলনায় তিনটি স্বর্ণের বার ও ৯ লক্ষাধিক টাকাসহ মোঃ সাকিবুল হক তামিম (৩০) নামে এক স্বর্ণ চোরাচালানীকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার বেলা সাড়ে ৩টায় খালিশপুর হাউজিং এস্টেট এলাকা থেকে আটক করা হয়। সে ওই এলাকার মৃত এনামুল হকের ছেলে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) শেখ মনিরুজ্জামান মিঠু জানান, ‘মহানগর ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাকিবুল হক তামিমের শয়ন কক্ষের আলমারী হতে চোরাচালানকৃত ৩টি স্বর্ণের বার যার ওজন ৩৭৬ গ্রাম ৫ মিলি গ্রাম, যার আনুমানিক মূল্য ১৬ লক্ষ টাকা এবং নগদ ৯ লক্ষ ১১ হাজার টাকাসহ গ্রেফতার করে।’
তিনি আরও জানান, ‘গ্রেফতারকৃত তামিম দীর্ঘদিন ধরে খুলনা মহানগরসহ দেশের বিভিন্ন এলাকায় চোরাচালানের মাধ্যমে স্বর্ণের ব্যবসা পরিচালনা করে আসছে। তার বিরুদ্ধে খালিশপুর থানায় ২টি মাদক এবং ১টি গাড়ি চুরির মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে খালিশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।