চ্যানেল খুলনা ডেস্কঃখুলনার নগরঘাট ফেরিতে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে দুই টোল আদায়কারীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও তাদেরকে ২৫ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।সোমবার (১১ নভেম্বর) বিকালে দুদকের অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান হোসেন তাদেরকে এ সাজা দেন।
জানা গেছে, দৌলতপুরের নগরঘাট ফেরিতে গাড়ি পারাপারে অতিরিক্ত হারে টোল আদায় করা হচ্ছিল। খবর পেয়ে দুদকের একটি টিম অভিযান চালায় ফেরির টোল ঘরে। এ সময় সরকার নির্ধারিত ছোট ট্রাক পারাপারে ৪০ টাকার পরিবর্তে সাড়ে ৩শ, মিডিয়াম ট্রাক ১শ টাকার পরিবর্তে ৮শ টাকা আদায়ের প্রমাণ পাওয়া যায়। অভিযোগ রয়েছে বাস-ট্রাক ও মোটরসাইকেল পারাপারে ১শ টাকার স্থলে ৬শ টাকা এবং ট্রাক ৬শ টাকার পরিবর্তে ৮শ টাকা টোল আদায় করা হয়ে থাকে।
ওই অভিযানে উপস্থিত ছিলেন- দুদকের সহকারী পরিচালক তরুন কান্তি ঘোষ, উপসহকারী পরিচালক মো. ফয়সাল কাদের, দৌলতপুর থানার ওসি কাজী মোস্তাক আহম্মেদ,কোর্ট পরিদর্শক বিজন কুমার রায় ও সহকারী পরিদর্শক মো. মনিরুজ্জামান।