সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রূপসায় সড়ক দুর্ঘটনায় পুলিশ নিহত, ঘাতক আটক | চ্যানেল খুলনা

রূপসায় সড়ক দুর্ঘটনায় পুলিশ নিহত, ঘাতক আটক

চ্যানেল খুলনা ডেস্কঃখুলনার রূপসায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহতের ঘটনায় মাহেন্দ্র চালক মো. ইমদাদুল শেখকে (২৫) আটক করেছে রূপসা থানা পুলিশ।সোমবার (১১ নভেম্বর) বিকাল ৫টায় ফুলতলা থানার দামোদর থেকে তাকে আটক করা হয়।আটককৃত ইমদাদুল শেখ রূপসা উপজেলার পাঁচানি গ্রামের ইকরাম শেখের ছেলে।পুলিশ জানায়, সকালে সড়ক দুর্ঘটনা ঘটিয়ে ঘাতক মাহেন্দ্র চালক ইমদাদুল পালিয়ে যায়। এ দিকে তাকে আটক করতে দিনভর বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে রূপসা থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেনের নেতৃত্বে এসআই আবু সাইদ ও এসআই আমিরুল ইসলামসহ পুলিশের একটি টিম বিকাল ৫টায় ফুলতলা থানা পুলিশের সহায়তায় দামোদর গ্রাম থেকে তাকে আটক করে।

এ ব্যাপারে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, নিহত নজরুল রূপসা থেকে মোটরসাইকেলে ফকিরহাটের দিকে যাচ্ছিলেন। দেবীপুর এলাকায় রূপসার দিকে আসা মাহেন্দ্রের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নজরুল মারা যান। পরে দিনভর অভিযান চালিয়ে বিকালে তাকে ফুলতলা থেকে আটক করি।

প্রসঙ্গত, আজ সোমবার সকাল ৮টায় রূপসা-বাগেরহাট পুরাতন সড়কের দেবীপুর নামক স্থানে মাহেন্দ্র ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ফকিরহাট থানার পুলিশ সদস্য মো. নজরুল ইসলাম (৫২) নিহত হন। এ ঘটনায় বটিয়াঘাটার গাওঘরা গ্রামের আমজাদ খাঁ নামে (৫০) এক মাহেন্দ্র যাত্রী গুরুতর আহত হন।

নিহত নজরুল ইসলাম উপজেলার ইলাইপুর মল্লিক বাড়ির মৃত ইউসুফ মল্লিকের ছেলে। তিনি ফকিরহাট থানার গাড়িচালক ছিলেন বলে জানা গেছে। আহত আমজাদ খাঁ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

সাবেক আইজিপি ও কেএমপি কমিশনারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

আমির হোসেন আমু গ্রেপ্তার

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

কালীগঞ্জে ভারতীয় গরু আনতে গিয়ে যুবক আটক

পাটের ব্যাগ পুনরায় সর্বত্র চালুর উদ্যোগ নিয়েছি : সাখাওয়াত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।