চ্যানেল খুলনা ডেস্কঃবঙ্গবন্ধুর সোনার বাংলার ভিশন ২০২১ বাস্তবায়ন আমাদের লক্ষ্য’ প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ৯ম প্রতিষ্ঠাবার্ষিক পালিত হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) জেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতিষ্ঠাবার্ষিকের কেক কাটা হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আরিফউজ জামান, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা অনুপ কুমার, সমরেশ রাতুলসহ প্রশাসনিক কর্মকর্তা ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের অন্যান্য উদ্যোক্তারা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের প্রান্তিক পর্যায়ের মানুষের সেবা প্রদানে বিশেষ ভূমিকা রেখে চলেছে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা। তাই তাদেরকে ভিশন ২০২১ বাস্তবায়নে আরও দৃঢ়তার সাথে কাজ করার আহবান জানানো হয়।