চ্যানেল খুলনা ডেস্কঃঘূর্ণিঝড় বুলবুলের দুর্যোগ কেটে যাওয়ায় ৪৮ ঘণ্টা পর রোববার সন্ধ্যা ৬টা থেকে সচল হয়েছে মোংলা বন্দর। সন্ধ্যা থেকে বন্দর জেটিতে শুরু হয়েছে দেশি বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমন-নির্গমন।মোংলা বন্দর কর্তৃপক্ষে হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন জানান, শুক্রবার সন্ধ্যায় ঘূর্ণিঝড় বুলবুল ধেয়ে আসায় আবহাওয়া বিভাগ মোংলা বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত জারি করে। সঙ্গে সঙ্গেই জাহাজ আগমন-নির্গমনসহ পণ্য বোঝাই ও খালাসের কাজ পুরোদমে বন্ধ করে দেয়া হয়।
তিনি বলেন, আজ দুপুরে ঘূর্ণিঝড় বুলবুলের দুর্যোগ কেটে যাওয়াসহ আবহাওয়ার সংকেত ৩ নম্বরে নামিয়ে আনায় মোংলা বন্দর কর্তৃপক্ষ বন্দরে অপারেশনাল কার্যক্রম ৪৮ ঘণ্টা পর সন্ধ্যা থেকে পুরোদমে শুরু হয়েছে। একই সঙ্গে বন্দরের পশুর চ্যানেল ও জেটিতে অবস্থানরত ১৪টি বিদেশি জাহাজে পণ্য ওঠা নামার কাজ শুরু হয়েছে। মোংলা বন্দরে আরও সাতটি বিদেশি বাণিজ্যিক জাহাজও আসছে।