সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
স্থানীয় চাহিদা মিটিয়ে ঠাকুরগাঁওয়ের সবজি যাচ্ছে বিদেশেও | চ্যানেল খুলনা

স্থানীয় চাহিদা মিটিয়ে ঠাকুরগাঁওয়ের সবজি যাচ্ছে বিদেশেও

চ্যানেল খুলনা ডেস্কঃগত বারের তুলনায় ঠাকুরগাঁওয়ে এবার বেশিই শীতকালীন সবজি উৎপাদন হয়েছে। ধান ও গমে ন্যায্য মূল্য না পেলেও সবজিতে ইতোমধ্যেই সাফল্যের মুখ দেখছেন কৃষক। শীতের শুরুতেই বাজারে সবজি সরবরাহ এবং ভালো দাম পাওয়ায় খুশি এবার ঠাকুরগাঁওয়ে আগাম শীতকালীন সবজি চাষিরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি মৌসুমে ঠাকুরগাঁওয়ে সাত হাজার ২৪৮ হেক্টর জমিতে শীতের সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। যা উৎপাদনের লক্ষ্যমাত্রা এক লাখ ৫৬ হাজার ৭৫৭ মেট্রিক টন। ২০১৮ সালের জেলার শীতকালীন সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল সাত হাজার হেক্টর এবং ২০১৭ সালে লক্ষ্যমাত্রা ছিল ছয় হাজার ৭৬০ হেক্টর।

ঠাকুরগাঁও সদর উপজেলার বড়দেশ্বরী, পাটিয়াডাঙ্গী, গড়েয়া, ঢলোরহাট, মোলানখুড়ী, চামেশ্বরী, নারগুন বালিয়াডাঙ্গী উপজেলার গোয়ালকারী, সাবাজপুর, মধুপুর, ফটিয়াপাড়া, কাশুয়া খাদেমগঞ্জ রাণীশংকৈল উপজেলার রাউতনগর, নেকমরদসহ বেশ কয়েকটি এলাকায় চাষ হয়েছে নানা জাতের সবজি। মাঠজুড়ে এখন করলা, বেগুন, টমেটো, লাউ, লাল শাক, পালং শাক, শিম, শসা, মিষ্টি কুমড়া, ডাটা, চিচিঙ্গা, মুলা, ফুলকপি, বাঁধাকপিসহ নানা শীতকালীন সবজির সমাহার। কৃষক ও শ্রমিকেরা মাঠ থেকে সবজি তুলে সড়কের একপাশে স্তূপ করে রাখছেন। আর বিভিন্ন এলাকা থেকে আসা খুচরা পাইকাররা নগদ টাকা দিয়ে সেই সবজি কিনছেন। ট্রাক ও ছোট পিকআপ দিয়ে পাঠাচ্ছেন দেশের বিভিন্ন জেলায়।

মঙ্গলবার (১২ নভেম্বর) কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, খুচরা বিক্রেতারা বেগুন ২৫ টাকা, মুলা ২০ টাকা, ফুলকপি ৫০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা, করলা ৪০ টাকা দরে বিক্রি করছেন। এছাড়াও শাকেরও রয়েছে পর্যাপ্ত দাম। বিভিন্ন প্রজাতির শাক সবজির প্রতিটি আটি বিক্রি হচ্ছে ৫ থেকে ৮ টাকা দরে।

সদর উপজেলার ইয়াকুবপুর গ্রামের রজনীকান্ত রায় এক একর জমিতে লাপাশাক ও লাল শাক রোপণ করেছেন। তিনি বলেন, এ পর্যন্ত লক্ষাধিক টাকার বেশি শাক বিক্রি করেছেন। জমিতে যে পরিমাণ শাক আছে তা বিক্রি করে দেড় লাখ টাকা পাওয়া যাবে।

বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের গোয়ালকারী গ্রামের সবজি চাষি করিমুল ইসলাম জানান, এ বছর উঁচু দেড় একর জমিতে করলা এবং এক একর জমিতে বেগুন চাষ করেছেন তিনি। শুরুতে ভাল দাম পাওয়ায় পরিবারের লোকজন শ্রমিকদের নিয়ে সবজি খেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তিনি। এমন দাম থাকলে খুব শীঘ্রই উৎপাদন খরচসহ লাভের আশা করছেন তিনি।

বাবার সঙ্গে মাঠে কাজ করছেন করিমুল ইসলামের ছেলে আইয়ুব আলী। তিনি জানান, ধান ও গমের ঘাটতি পূরণ করতে পরিবারের সবাই সবজিতে ক্ষেতেই সময় পার করছি। বাজারে চাহিদা থাকায় অনেক সবজি ব্যবসায়ী মাঠেই আসছেন সবজি নিতে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আফতাব হোসেন জানান, বীজ সার অন্যান্য কীটনাশক দ্রব্যাদি সরকারের কৃষিবান্ধব নীতির কারণে কৃষকরা সকল ধরনের কৃষি উপকরণ পাচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকার ফলে আশা করা যায় গত বছরের ন্যায় এবারো জেলায় প্রচুর পরিমাণে সবজি আবাদ হবে।

তিনি আরও বলেন, এই জেলার উৎপাদিত সবজি স্থানীয় প্রয়োজন মিটিয়ে শুধু দেশের বিভিন্ন জায়গায় নয় বরং বিদেশেও রপ্তানি হচ্ছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা

ঢাকা মেডিকেল থেকে ‘ভুয়া নারী চিকিৎসক’ আটক

হাসিনার দুঃশাসনের কারণে কোন লোক আ’লীগের নাম বলার সাহস পাচ্ছে না: মাসুদ সাঈদী

জামায়াত ক্ষমতায় এলে দাবি আদায়ে সংগ্রাম করতে হবে না: শফিকুর

খুঁটির সঙ্গে বেঁধে পেটানোর ৭দিন পর যুবলীগ নেতার মৃত্যু

প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আটক ২

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।