চ্যানেল খুলনা ডেস্কঃরাতের আঁধারে ঘরে ঢুকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মা-ছেলেকে শ্বাসরোধ করে হত্যার খবর পাওয়া গেছে।সোমবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে।এর আগে রবিবার (১৭ নভেম্বর) রাতের কোনো এক সময় দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের সোনাইকান্দি গ্রামে নির্মম এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তবে, কে বা কারা নৃশংস এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু জানান, রবিবার রাতের আঁধারে ঘরে ঢুকে কে বা কারা পার্শ্ববর্তী জর্দারপাড়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে ও স্বামী পরিত্যক্তা ছানোয়ারা খাতুন (৪৯) এবং তার নয় বছরের ছেলে রাজকে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর তাদের লাশ দুইটি বাড়ির দুই কক্ষে ফেলে রেখে যায়। পরে সোমবার সকালে নিহতদের মরদেহ ঘরে পড়ে থাকতে দেখলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এক পর্যায়ে খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত মা-ছেলের লাশ উদ্ধার করে।
মা-ছেলের লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমান দৈনিক অধিকারকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ দুইটি উদ্ধার করেছে। এ সময় বাড়ির দুই কক্ষে মা ও ছেলের লাশ পড়ে ছিল উল্লেখ করে তিনি বলেন, এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।