চ্যানেল খুলনা ডেস্কঃ পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উর্দ্ধগতি, চলতি মৌসুমে প্রকৃত চাষীদের কাছে সরকারিভাবে পেঁয়াজ ক্রয় ও গুজব প্রতিরোধের দাবিতে খুলনায় মানববন্ধন করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পাটি।
দলটির নেতারা বলেছেন, পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করে তোলা হচ্ছে। মতলববাজ, লুটেরা ও দুর্বৃত্তদের কারণে কৃষক-শ্রমিক শ্রেণির মানুষ পথে বসতে চলেছে। সিন্ডিকেটের মাধ্যমে মজুদদার-সিন্ডেকেটবাজরা কোটি কোটি টাকা লোপাট করছে। আর কৃষক-শ্রমিক ন্যায্য পাওনা না পেয়ে পথে বসতে চলেছে।
গতকাল বুধবার বিকালে খুলনা প্রেসক্লাবের দলটির মহানগর কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মহানগর সভাপতি মফিদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন নগর সাধারণ সম্পাদক এস এম ফারুক উল ইসলাম, মো. মনিরুজ্জামান, শ্রমিক নেতা মনির আহমেদ, খলিলুর রহমান, আব্দুস সাত্তার মোল্লা, অ্যাডভোকেট কামরুল ইসলাম জোয়াদ্দার, বাবুল আখতার প্রমুখ।