চ্যানেল খুলনা ডেস্কঃবাজার নিয়ন্ত্রণে রাখতে আজ থেকে খুলনা মহানগরীর ৫টি স্থানে ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি শুরু করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। জানা গেছে, পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত। এর আগে ১৩ সেপ্টেম্বর ভারতে বন্যার কারণে পেঁয়াজের উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ায় ন্যূনতম মূল্য বাড়িয়ে দেয়। এবার এই প্রয়োজনীয় পণ্যটির রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেয় ভারত। এ অবস্থায় দেশের বাজারে পেঁয়াজের দাম দ্রুত গতিতে বাড়ছে। ফলে বাজার নিয়ন্ত্রণে রাখতে আজ থেকে মহানগরীতে ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
টিসিবির আঞ্চলিক প্রধান মোঃ রবিউল মোর্শেদ জানান, প্রতিদিন সকাল ৯টা বিকেল ৫টা পর্যন্ত ৫টি স্থানে ৫টি ট্রাকে এ পেঁয়াজ বিক্রি হবে। স্থানগুলো হলো টুটপাড়া কবরখানা, জেলা প্রশাসক (ডিসি) অফিস, নিউমার্কেট ও খালিশপুর- দৌলতপুরের সুবিধাজনক স্থান। প্রতিটি ডিলার দিনে ১ হাজার কেজি পেঁয়াজ বিক্রি করবেন। একজন ক্রেতা ১ কেজির বেশি পেঁয়াজ কিনতে পারবেন না। নির্দেশনা না আসা পর্যন্ত এ পণ্যটি বিক্রি অব্যাহত থাকবে।