চ্যানেল খুলনা ডেস্কঃদ্রুতগামী ট্রেনের নিচে কাটা পড়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় দেলোয়ার হোসেন (৫০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।নিহত দেলোয়ার হোসেন জীবননগর উপজেলার ধানখোলা গ্রামের মৃত আদিল হোসেনের ছেলে।
শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির জৈব সার কারখানার অদূরে এ দুর্ঘটনা ঘটে।ঘটনার সত্যতা স্বীকার করে চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জালাল উদ্দিন দৈনিক অধিকারকে জানান, শুক্রবার দুপুরের দিকে দেলোয়ার হোসেন দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির জৈব সার কারখানার অদূরে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনটি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ছিটকে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।