চ্যানেল খুলনা ডেস্কঃপ্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের কারিগর এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রূপকার। তিনি বাঙালি জাতিকে নতুন আশা দেখিয়েছেন দেশকে বিশ্বের কাছে উন্নতদের কাতারে নিয়ে যাবার। গতকাল শুক্রবার তেরখাদা উপজেলার সাচিয়াদাহ আদর্শ শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে আঠারোবাকী কল্যাণ সমিতির উদ্যোগে কৃতি সন্তানদের সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অথিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আঠারোবাকী কল্যাণ সমিতির সভাপতি মোল্লা আবু হোরায়রার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় এমপি আব্দুস সালাম মূর্শেদী, তেরখাদার কৃতি সন্তান বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি শেখ মুহম্মদ মারুফ হাসান, খুলনা জেলা প্রশাসক মোহম্মাদ হেলাল হোসেন, পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, উপজেলা চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য এস এম জাহিদুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, খুলনা জেলা সমিতির সাধারণ সম্পাদক এস এম আলী আকবর, ঢাকাস্থ তেরখাদা এসোসিয়েশনের সভাপতি এস এম শওকাত আলী, থানার ওসি মোঃ সালেকুজ্জামান, কাস্টমস্ কর্মকর্তা কাজী শফিকুল ইসলাম শফিক, উপজেলা ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি ও মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আয়ুব। এম এ আলম ও এস এম দীন ইসলাম দেলোয়ারের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানার ওসি (তদন্ত) স্বপন রায়, সমিতির সাধারণ সম্পাদক এস এম হাসমত আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন, মধুপুর ইউপি চেয়ারম্যান শেখ মোঃ মহসীন, আওয়ামী লীগ নেতা চিত্তরঞ্জন বালা প্রমুখ। এর আগে উপদেষ্টা ড. গওহর রিজভী উপজেলা সদরের শহীদ মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন ও বারাসাত ইউনিয়ন পরিষদের অটিজম সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন এবং ইখড়ি কাটেংগা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন ও ডিজিটাল ক্লাসরুমের উদ্বোধন করেন।