ক্রীড়া ডেস্কঃইডেন টেস্টে ২৪১ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করল ভারত। বাংলাদেশের ১০৫ রানের জবাবে প্রথম ইনিংসে স্বাগতিকরা সংগ্রহ করেছে ৯ উইকেটে ৩৪৭ রান। দলের হয়ে সর্বোচ্চ ১৩৬ রান করেন বিরাট কোহলি।ইডেনে দিবারাত্রির এ টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানে। চতুর্থ উইকেটে এ দুইজন গড়ে তোলেন ৯৯ রানের জুটি। দলীয় ২৩৬ রানে রাহানেকে আউট করে দিনের প্রথম ব্রেক থ্রু এনে দেন তাইজুল ইসলাম। এবাদতের হাতে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে রাহানে করেন ৫১ রান।
এ জুটি ভাঙার পরই ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। ভারত স্কোরবোর্ডে আরও ৯৫ রান তুলতেই হারায় ৯ উইকেট। এরপরই ৩৪৭ রানে ইনিংস ঘোষণা করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক কোহলি।বাংলাদেশের পক্ষে আল আমিন হোসেন ও এবাদত হোসেন সমান তিন উইকেট শিকার করেন। এছাড়া রাহীর শিকার দুই উইকেট। বাকি এক উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম।এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাত্র ১০৬ রানেই অলআউট হয় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন সাদমান। ভারতীয় পেসার ইশান্ত শর্মা ৫ উইকেট নিয়েছেন। এছাড়া উমেশ জাদবের শিকার তিন উইকেট।