চ্যানেল খুলনা ডেস্কঃমিয়ানমারের রাখাইন রাজ্যের রাজধানী সিত্তের কাছাকাছি একটি ক্যাম্প থেকে নৌপথে ইয়াঙ্গুন পালানোর সময় ২২ জন রোহিঙ্গা মুসলিমকে আটক করেছে পুলিশ। এইয়ারওয়াদি পুলিশের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতির ওপর ভিত্তি করে রবিবার (২৪ নভেম্বর) এ খবর জানিয়েছে ‘এএফপি’।খবরে বলা হয়েছে, পালানোর চেষ্টা করা রোহিঙ্গাদের বহনকারী নৌকাটি কিছুদূর যাওয়ার পর যান্ত্রিকত্রুটির কবলে পড়ে। এ কারণে আরোহীরা নিকটস্থ সৈকতে নামতে বাধ্য হয়। তখন পুলিশ তাদের আটক করে।
এ বিষয়ে স্থানীয় পুলিশের মুখপাত্র তুন সুয়ে জানিয়েছেন, ওই নৌকায় ২২ জন রোহিঙ্গা মুসলিম ছিল। তাদের মধ্যে নয়জন পুরুষ এবং ১৩ জন নারী। সিত্তের কাছাকাছি থেতক্যাপিন ক্যাম্প থকে পালিয়েছেন তারা।এছাড়া কাজের খোঁজে তারা ইয়াঙ্গুনে পাড়ি জমাতে চেয়েছিলেন বলেও জানিয়েছেন পুলিশের ওই মুখপাত্র।
প্রসঙ্গত, ২০১২ সাল থেকে রোহিঙ্গা মুসলিমদের সঙ্গে বৌদ্ধপ্রধান মিয়ানমারের অন্যান্য জাতিগোষ্ঠীর দ্বন্দ্ব চলে আসছে। তার প্রেক্ষিতে রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অধীনে পরিচালিত হচ্ছে এমন কয়েকটি ক্যাম্পে রাখা হয়েছে রোহিঙ্গাদের।