চ্যানেল খুলনা ডেস্কঃ ‘দৈনিক ঢাকা টাইমস’, ‘ঢাকাটাইমস২৪ডটকম’ ও সাপ্তাহিক ‘এই সময়’ পত্রিকার সম্পাদক আরিফুর রহমান দোলনকে সন্ত্রাসীদের হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে খুলনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকরা।
বুধবার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাব চত্বরে ঢাকাটাইমস ও এই সময়ের বিশেষ প্রতিনিধি শেখ আবু হাসানের সভাপতিত্বে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, একজন সাহসী সাংবাদিক আরিফুর রহমান দোলনের কলমকে স্তব্ধ করতে সন্ত্রাসীরা হত্যার হুমকি ও চাঁদা দাবি করছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিৎ দ্রুত এসব সন্ত্রাসীর খুঁজে বের করে আইনের আওতায় আনা। তা নাহলে মুক্ত সাংবাদিকতা হুমকির মুখে পড়বে।
সমাবেশে বক্তৃতা করেন, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহাবুব আলম সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, বিএফইউজের সাবেক মহাসচিব মোজাম্মেল হক হাওলাদার, বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য আসাদুজ্জামান রিয়াজ।
ঢাকাটাইমসের খুলনা প্রতিনিধি সোহাগ দেওয়ানের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন- দৈনিক সময়ের খবরের বার্তা সম্পাদক মাসুদুর রহমান রানা, খুলনা প্রেসক্লাবের সহকারী সম্পাদক এমএ জলিল, দৈনিক আজকের তথ্যের বার্তা সম্পাদক আলমগীর হান্নান, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বাপ্পী খান, ফটো সাংবাদিক মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, দৈনিক আজকের তথ্যের বার্তা সম্পাদক আলমগীর হান্নান, দৈনিক তথ্যের বার্তা সম্পাদক নুর হাসান জনি, সাংবাদিক হারুন অর রশিদ, আব্দুল্লাহ, দিলীপ বর্মণ, হাসানুর রহমান তানজির, বেল্লাল হোসন সজলসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক-ফটো সাংবাদিকবৃন্দ।