আন্তর্জাতিক ডেস্কঃআলোচিত কাশ্মীর ইস্যু নিয়ে আবারও মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এবার বিশ্ব নেতাদের উদ্দেশ্যে একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি। বলেছেন কাশ্মীর ইস্যুতে তারা চুপ কেন? বুধবার (২৭ নভেম্বর) এক টুইটার বার্তায় এ কথা বলেন তিনি।ওই টুইটার বার্তায় ইমরান খান লিখেছেন, ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। কিন্তু ব্যবসায়িক স্বার্থের কারণে এ ব্যাপারে নীরব রয়েছে বিশ্বের শক্তিধর দেশগুলো।
টুইটার বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, ভারতীয় সেনারা কাশ্মীরের জনগণের ওপর নির্মম অত্যাচার চালাচ্ছে। আর আন্তর্জাতিক সম্প্রদায় তাদের নিজেদের স্বার্থের কথা ভেবে নীরব রয়েছে। গুরুত্বপূর্ণ এই ইস্যুতে তারা আর কতদিন নীরব থাকবেন?
গত ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল ঘোষণা করে ভারত সরকার। তখন থেকেই ইমরান খান কাশ্মীর ইস্যুতে বিশেষভাবে সোচ্চার রয়েছেন। কাশ্মীরে এখন অচলাবস্থা বিরাজ করছে।