চ্যানেল খুলনা ডেস্কঃনারী ও পুরুষের মধ্যে সমতায়ন আনার লক্ষ্যে রাজধানী জুড়ে কমপ্লেইন বক্স বসানো হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। শুক্রবার (২৯ নভেম্বর) রাজধানীর গুলশানের শহীদ তাজউদ্দিন আহমেদ মেমোরিয়াল পার্কে ডিএনসিসির আয়োজনে ‘সবাই মিলে সবার ঢাকা, নারী-পুরুষ সমতা, রুখতে পারে সহিংসতা’ শীর্ষক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন তিনি।
কমপ্লেইন বক্সে পরামর্শ এবং অভিযোগ জানানো যাবে উল্লেখ করে আতিকুল ইসলাম বলেন, সমাজে পুরুষরা অগ্রাধিকার পেলেও নারীরাও কিন্তু পিছিয়ে নেই কোনো ক্ষেত্রে। নারী-পুরুষ এক সঙ্গে কাজ করবে, সমান অধিকার নিয়ে যাতে চলতে পারে, সে লক্ষ্যেই আমরা কাজ করছি। নারী-পুরুষ সমতার জন্য শহরজুড়ে কমপ্লেইন বক্স রাখা হবে। বক্সে নারী-পুরুষ সবাই মতামত জমা দেবেন। এক মাস পর পর বক্স খোলা হবে। তিনি আরও বলেন, পুলিশ কর্মকর্তা, কাউন্সিলর, মেয়রসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে পরামর্শ এবং অভিযোগগুলো দেখা হবে। পরিচয় গোপন রাখা হবে অভিযোগ এবং পরামর্শদাতার।ঢাকা শহর যদি নারীবান্ধব হয়, তাহলে সেটি বিশ্বের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। নারীদের এগিয়ে নিয়ে যেতে পারলে আমাদের অর্থনীতি খাতেরও অনেক উন্নতি হবে বলেও উল্লেখ করেন তিনি।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুষ্ঠানের কার্যক্রম উদ্বোধন করেন। ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক, এ কে রহমত উল্লাহ, নাহিদ ইজহার খান, অপরাজিতা হক, ক্রিকেটার সাকিব আল হাসান, ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত সিদসেল ব্লেকেন এবং সুইডেনের রাষ্ট্রদূত চারলতা স্কলাইটার।