চ্যানেল খুলনা ডেস্কঃযশোরে হোসেন আলী তরফতার (৫৫) নামে এক আনসার বাহিনীর সদস্যকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।শনিবার (৩০ নভেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার হাশিমপুর বাজারে একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।নিহত হোসেন আলী হাশিমপুর গ্রামের তরফদার পাড়ার মৃত. আরশাদ আলীর ছেলে। সে এক সময় চরমপন্থী হোসেন বাহিনীর প্রধান ছিলেন। সরকারের কাছে অস্ত্র জমা দিয়ে সাধারণ ক্ষমার আওতায় স্বাভাবিক জীবনে ফিরে আসলে তাকে আনসারে চাকরি দেওয়া।
নিহতের মেয়ে জুলি জানান, হোসেন আলী তরফদার আনসার বাহিনীতে চাকরি করতেন। ঢাকার মিরপুরে কর্মরত তিনি। দুই সপ্তাহের ছুটি নিয়ে তিনদিন আগে বাড়িতে আসেন। শনিবার সকালে যশোর সদর উপজেলার ভেকুটিয়া এলাকায় এক আত্মীয় বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে হাশিমপুর বাজারে যান। তিনি বাজারের মসজিদের সামনে মোশারফের চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন। এ সময় মাগুরার দিক থেকে আসা দুটি মোটরসাইকেলে ৬ জন রাস্তার ওপর দাঁড়িয়ে গুলি করে।
স্থানীয় দোকানদার জানান, দুটি মোটরসাইকেলে ৬ জন এসে পরপর ৮টি গুলি করে। এতে একটি গুলি তার মাথায় এবং অপর একটি গুলি বুকের বাম পাশে বিদ্ধ হয়। ঘটনাস্থলে হোসেন আলী লুটিয়ে পড়েন। এ সময় সন্ত্রাসীরা পশ্চিমপাশের রাস্তা দিয়ে বের হয়ে সাধারণ মানুষের মধ্যে মিশে যায়। সন্ত্রাসীরা কেউ মুখোশ পরা ছিল না বলেও জানায় স্থানীয়রা।
খবর পেয়ে যশোর পুলিশ সুপার মঈনুল হক ও কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামানসহ অন্যান্য পুলিশ সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ চায়ের দোকানের সামনে লিটন সিমেন্টের দোকানে লাগানো সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। এরপর নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠাায় পুলিশ।