চ্যানেল খুলনা ডেস্কঃযশোরের বেনাপোল চেকপোস্টের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে পড়ে ছিল একটি ব্যাগ। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যাগে তল্লাশি চালিয়ে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৩০ নভেম্বর) বিকালে ভারতীয় উন্নতমানের ওই ওষুধগুলো উদ্ধার করা হয়। তবে, এ সময় কেউ ওই ওষুধগুলোর মালিক বলে স্বীকার করেনি।ভারতীয় ওষুধ উদ্ধারের সত্যতা স্বীকার করে ৪৯ বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার মিজানুর রহমান জানান, বিজিবির নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে মালিকবিহীন ওই ব্যাগটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় উন্নতমানের ওষুধ পাওয়া যায়। ওষুধগুলোর আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা উল্লেখ করে তিনি বলেন, উদ্ধারকৃত ওষুধগুলো বেনাপোল কাস্টম হাউসের শুল্ক গুদামে জমা করা হবে।