আন্তর্জাতিক ডেস্কঃযুক্তরাষ্ট্রের এক নাগরিককে মুক্তি দেওয়ায় ইরানের এক নাগরিকের মুক্তি মিলেছে। বন্দি বিনিময় চুক্তির আওতায় দুই দেশের এই দুই নাগরিক মুক্তি পেলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, চীনা বংশোদ্ভূত মার্কিন নাগরিক শিওয়ে ওয়াং-কে মুক্তি দিয়েছে ইরান। অন্যদিকে ইরানের নাগরিক মাসুদ সুলেইমানিকে মুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন গবেষক শিওয়ে ওয়াং ২০১৬ সালে ইরানে গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছিল। তাকে গ্রেপ্তারের পর ইরান জানায়, বিদেশি সরকারের সঙ্গে যোগাযোগ রেখে আসছিলেন ওয়াং।
অন্যদিকে ইরানি বিজ্ঞানী মাসুদ সুলেইমানিকে গত বছর শিকাগো বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্র। তার বিরুদ্ধে অভিযোগ ছিল- বাণিজ্য নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানে ‘বায়োলজিক্যাল ম্যাটেরিয়াল’ রপ্তানির চেষ্টা করেছিলেন তিনি। অবশ্য দুই পক্ষই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে। দুই নাগরিকের মুক্তি প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ এক টুইট বার্তায় লেখেন, প্রফেসর মাসুদ সুলেইমানি এবং শিওয়ে ওয়াং দ্রুতই তাদের পরিবারের সঙ্গে যোগ দেবেন ভেবেই খুব ভালো লাগছে।